• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় মৃত বাংলাদেশি নারীর লাশ কবরে নামানো হলো ক্রেন দিয়ে 

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ ২০২০, ০৯:৩৬
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মারা যাওয়া তৃষা
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মারা যাওয়া তৃষা (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বাঙালি নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার মরদেহ ক্রেন দিয়ে কবরে নামানো হয়েছে। এমনকি সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে তার দাফন-কাফন।

যুক্তরাষ্ট্র প্রবাসী সম্রাট বড়ুয়া নামে এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালে হৃদয়বিদারক এ খবরটি বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টার দিকে পোস্ট করেন।

তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‘করোনাভাইরাসে নিউইয়র্কে জীবন দিলেন বাঙালিনী তৃষা। মৃত্যুর তিনদিন পর সমাধিস্থ হলেন লং আইল্যান্ডে। সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হলো দাফন-কাফন। ক্রেন দিয়ে কবরে নামানো হলো তরুণীর পবিত্র মরদেহ।

কোভিড ১৯-এ আক্রান্ত তৃষা মারা যান ২৩ মার্চ। নিউইয়র্কে জ্যামাইকার হাইল্যান্ড অ্যাভিনিউয়ে ছিল বসবাস। স্বামী বোরহান চাকলাদার পেশায় উবার চালক। তিনটি শিশু সন্তানের দুটি মেয়ে একটি ছেলে। কনিষ্ঠ কন্যাটির বয়েস মাত্র ১৪ মাস। নিউইয়র্কে তৃষার প্রবাসজীবন মাত্র চার বছরের।

বাবা মনির হোসেন হাওলাদার একাত্তরের বীর-মুক্তিযোদ্ধা। পৈতৃকবাস মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া-তেলিপাড়ায়। তৃষার পুরো নাম আমিনা ইন্দালিব। জন্ম ১৯৮২-এর ১৬ জানুয়ারি মুন্সিগঞ্জে। গুণবতী ও রূপবতী হিসেবে ছিলেন সবার প্রিয়ভাজনেষু। আকস্মিক প্রয়াণে স্বদেশে-প্রবাসে শোকের ঢল নেমেছে।

১৪ মাসের শিশু-সন্তানটির প্রতিপালন নিয়েও সিদ্ধান্তহীনতা চলছে। তবে সিটির পুলিশ বিভাগ সরকারিভাবে লালন-পালনে আগ্রহী।

উল্লেখ্য, করোনায় নিহতদের লাশ দাফন নিয়েও সমস্যা বিস্তর। স্বাস্থ্যবিধিতে হাত দিয়ে লাশ ধরার বিধান নেই। করোনা ছোঁয়াছুঁয়ি রোগ হওয়ায় সেবাকর্মীরা সমাধিকর্মে অনাগ্রহী। তবুও বাংলাদেশ সোসাইটির হস্তক্ষেপে জটিলতার নিরসন হয়। লং-আইল্যান্ডের কবরস্থানে দ্রুত সমাধি বরাদ্দ দেয় সোসাইটি। সভাপতি-সম্পাদক কামাল আহমেদ ও রুহুল-আমিন সিদ্দিকী তৎপর হন। অবশেষে ২৬ মার্চ ধর্মীয় মর্যাদায় দাফনকর্ম সম্পন্ন হয়। ক্রেনের মাধ্যমে কবরে নামানো হয় মরহুমার কফিন।’’

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড