• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার সংক্রমণ সক্ষমতা বাড়লেও কমছে ক্ষতির ক্ষমতা!

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ ২০২০, ১৬:৫৩
করোনা-ভাইরাস
ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্বজুড়ে ব্যাপক হারে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটছে। অনেক দেশ সংক্রমণ প্রতিরোধে নানা ব্যবস্থা গ্রহণ করলেও পড়তে হচ্ছে নানা চ্যালেঞ্জের মুখে। ভয়ংকর এই পরিস্থিতিতে অবশ্য আশার বাণী শুনিয়েছেন বেশ কয়েকজন গবেষক। তারা বলছেন, করোনা ভাইরাসের সংক্রমণ সক্ষমতা বাড়ছে। তবে একইসঙ্গে কমছে ক্ষতির ক্ষমতা।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, আইসল্যান্ডে করোনা ভাইরাসের ৪০ দফা মিউটেশন বা পরিব্যাপ্তি ঘটেছে বলে এক গবেষণায় দেখা গেছে। আইসল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং বেসরকারি জেনেটিকস কোম্পানি ডিকোড জেনেটিকস ৯ হাজার ৭৬৮ আইসল্যান্ডবাসীর ওপর পরীক্ষা করে এটি জানতে পেরেছে। এ পরীক্ষায় ধরা পড়েছে যে, শুধু এই দ্বীপ দেশটিতেই করোনা ভাইরাসের ৪০ দফা মিউটেশন বা পরিব্যাপ্তি ঘটেছে।

আরও পড়ুন : করোনা ভাইরাস কেবল শুরু, আসছে আরও মহামারি

এ পরীক্ষার ভিত্তিতে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ভাইরাস বিশেষজ্ঞ অ্যালান রানড্রুপ থমসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ সক্ষমতা আরও বাড়তে থাকবে। তবে পাশাপাশি এ ভাইরাসে ক্ষতির পরিমাণও কমবে। অর্থাৎ এটি শেষ পর্যন্ত সাধারণ ফ্লুর মতো হবে। ব্যাপকভাবে এতে মানুষ আক্রান্ত হলেও সে রকম ক্ষতি হবে না। মিউটেশনের মধ্য দিয়ে নতুন ধরনের যেসব করোনার সৃষ্টি হয়েছে তার সবগুলোই শেষ পর্যন্ত টিকে থাকবে সে কথাও নিশ্চিত করে বলা সম্ভব নয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে ১৭ হাজার ১৩৬ জন মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৯৪৭ জন। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৮৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে বিশ্বজুড়ে এখনো গুরুতর অবস্থায় আছেন ১২ হাজারেরও বেশি মানুষ।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড