• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মালয়েশিয়ায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

  আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি

২৩ মার্চ ২০২০, ২২:০০
মালয়েশিয়া
মালয়েশিয়া পরিস্থিতি (ছবি : দৈনিক অধিকার)

মহামারি করোনা ভাইরাসে মালয়েশিয়ায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৪ জনে পৌঁছাল। অন্যদিকে মালয়েশিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১২ জন। এতে সেখানে ভাইরাস আক্রান্তের সংখ্যা পৌঁছাল ১ হাজার ৫১৮ জনে।

মালয়েশিয়ায় মোট আক্রান্তদের মধ্য থেকে এখন পর্যন্ত ১৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সোমবার (২৩ মার্চ) দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. নূর হিসাম আব্দুল্লাহ এ তথ্য জানান।

করোনা ভাইরাস মোকাবিলায় এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে মালয়েশিয়া সরকার। দেশটির কর্মক্ষম মানুষ কর্মহীন হয়ে সরকারের নির্দেশ মেনে কোয়ারেন্টিনে অবস্থান করছেন। বাইরে যাওয়ার উপায় নেই, পুলিশ-আর্মি টহল দিচ্ছে। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হলেই জেল-জরিমানা করা হচ্ছে।

তারপরও জনগনের সুরক্ষায় সরকারের এই ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন দেশটিতে বসবাসরত দেশি-বিদেশি নাগরিকরা। লকডাউনের মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও পরিস্থিতি অনুকূলে না আসলে সেটির মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, অবস্থা বুঝে চলমান নিয়ন্ত্রণ আদেশ বাড়ানোর সিদ্ধান্ত নেবে জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এ দিকে করোনায় ভয় নয়, সচেতন হওয়ার আহ্বান মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের। হতাশায় দেশটিতে কোয়ারেন্টিনে থাকা প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে একে অপরের খোঁজ নিচ্ছেন। এমনকি দেশে থাকা পরিবার পরিজনকে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন তারা।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড