• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিমান যাত্রীর করোনা সন্দেহ, জানালা দিয়ে লাফ দিলেন পাইলট!

  অধিকার ডেস্ক

২৩ মার্চ ২০২০, ১৩:০০
করোনা ভাইরাস
ছবি : প্রতীকী

করোনা আতঙ্ক ভয়াবহ প্রভাব ফেলছে সবার মনে। তারই প্রমাণ আরেকবার মিলল। বিমানে একজন করোনা ভাইরাস রোগী রয়েছে এমন সন্দেহে ভারতে এক পাইলট জানালা দিয়ে ঝাঁপ দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গত ২০ মার্চ পুনে থেকে দিল্লিগামী এয়ার এশিয়ার একটি বিমানের পাইলট এমন কাণ্ড ঘটান।

এয়ার এশিয়ার বিমানটিতে এমন একজন যাত্রী ছিলেন যার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে। এ কথা জানার পরই ঘাবড়ে যান পাইলট। বিমানের অন্য যাত্রী ও কর্মীরাও ভয় পেয়েছিলেন। বিমান অবতরণের পর পাইলট তার সাধারণ দরজা দিয়ে বের না হয়ে বেছে নিলেন ককপিটের সেকেন্ড এক্সিট অর্থাৎ দ্বিতীয় দরজা (জানালা) দিয়ে রীতিমতো বাইরে ঝাঁপ দিলেন তিনি।

বিমানবন্দর কর্তৃপক্ষও কোনো ঝুঁকি নেননি। ঐ বিমানের সব যাত্রীকেই বিমানবন্দরে প্রাথমিক স্ক্রিনিং করা হয়। যদিও সবারই করোনা নেগেটিভ ধরা পড়ে।

এই ব্যাপারে এয়ার এশিয়া ভারতের একজন মুখপাত্র বলেছেন, করোনা ভাইরাসের লক্ষণযুক্ত ওই যাত্রী প্রথম সারিতে বসেছিলেন। তাকে নিয়েই পুরো বিমানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অবতরণের পর বিমানটিকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং স্যানিটাইজ করা হয়।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড