• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশির মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

২১ মার্চ ২০২০, ১৫:১৬
করোনা ভাইরাস
করোনা ভাইরাসের কারণে সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে (ছবি : সিএনএন)

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। করোনার কারণে যেসব দেশ ভয়াবহ সমস্যার সম্মুখীন সেগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের নামও রয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে দুজন বাংলাদেশি মারা গেছেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই বাংলাদেশিই নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করতেন। তাদের মধ্যে একজনের বয়স ষাট বছরের বেশি। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে তিনি কুইন্সের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অপর বাংলাদেশির বয়স হয়েছিল ৫০ বছর। তিনি কুইন্সের উডসাইডের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন : আফগানিস্তানে নিরাপত্তা ঘাঁটিতে হামলা, নিহত ২৪

এ দিকে নানান পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কিছুতেই করোনার বিস্তার ঠেকাতে পারছে না মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৯ হাজার ৭৭৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭৫ জন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড