• রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৫ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

দেশের সব বিমানবন্দর থেকে কোভিড বিধিনিষেধ প্রত্যাহার||জীবন উৎসর্গকারী ৫ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের সম্মাননা ||গুচ্ছের বাণিজ্য ইউনিটের ১৯ কেন্দ্রে ভর্তি পরীক্ষা কাল ||আবাসিক এলাকা থেকে মোবাইল টাওয়ার অপসারণের দাবিতে রাজপথে জনতা||অভিমানে ফুটবল ছাড়ার ঘোষণা সাফজয়ী স্বপ্নার!||বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচারের দায়ে দুই কারবারি শ্রীঘরে ||বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র||হাটহাজারী উপ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত ||আত্রাইয়ে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার কাজ শেষের দিকে||জুয়া, মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স
sonargao

বিদেশি মদসহ রাজধানীতে দুই কারবারি আটক

  নিজস্ব প্রতিবেদক

২২ মে ২০২২, ১১:৪৮
বিদেশি মদসহ রাজধানীতে দুই কারবারি আটক
বিদেশি মদসহ আটককৃত কারবারিরা (ছবি : সংগৃহীত)

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে বিদেশি মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন- মো. জাহিদুল ইসলাম নাইম (২০) এবং মো. সাইফুল ইসলাম (২১)।

শনিবার (২১ মে) দিবাগত রাতে র‍্যাব-১ থেকে তথ্যটি জানানো হয়। এ সময় বিক্রির জন্য মজুদ করে রাখা ৯৫ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ৯৫ বোতল মদ জব্দ করা হয়; যার আনুমানিক বাজারমূল্য আট লাখ টাকা। এছাড়া নগদ এক লাখ ৩৮ হাজার টাকা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার রাতে র‍্যাব-১-এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, শনিবার রাত সাড়ে ৭টার দিকে র‍্যাব-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুরাতন এফডিসি রোডের রেলগেইট সংলগ্ন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাত ১০টার দিকে ৯৫ বোতল বিদেশি মদসহ তাদের আটক করা হয়।

আরও পড়ুন : মধ্যরাতে সড়কে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

উল্লেখ্য, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবত ঢাকার বিভিন্ন এলাকায় বিদেশি মদ বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

ওডি/কেএইচআর

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড