• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চমক দিয়েই শ্রীলঙ্কা সফরে বিসিবির দল ঘোষণা

  ক্রীড়া ডেস্ক

১৬ জুলাই ২০১৯, ১৫:৩৬
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে আগামী ২০ জুলাই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৬ জুলাই) বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দল ঘোষণা করেন।।

ছুটিতে থাকায় শ্রীলঙ্কা সফরে থাকছেন না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিয়ের জন্য ছুটিতে রয়েছেন লিটন দাসও। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম। এ দিকে বিশ্বকাপ স্কোয়াডে থাকা আবু জায়েদ রাহি ছিটকে পড়েছেন এই সিরিজ থেকে।

১৪ সদস্যের বাংলাদেশ দল :

১) মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ২) তামিম ইকবাল ৩) সৌম্য সরকার ৪) এনামুল হক বিজয় ৫) মুশফিকুর রহীম ৬) মাহমুদউল্লাহ রিয়াদ ৭) মোহাম্মদ মিথুন ৮) সাব্বির রহমান ৯) মেহেদী হাসান মিরাজ ১০) মোসাদ্দেক হোসেন সৈকত ১১) মোহাম্মদ সাইফ উদ্দিন ১২) তাইজুল ইসলাম ১৩) রুবেল হোসেন ১৪) মুস্তাফিজুর রহমান।

সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই দিবারাত্রির। সফর শেষ করে ১ আগস্ট দেশের উদ্দেশে রওনা হবেন ক্রিকেটাররা।

এফটিপি অনুযায়ী বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল চলতি বছরের শেষদিকে। যদিও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে বিশ্বকাপের পরপরই সফরের প্রস্তাব করে। বছরের শেষ দিকে বিপিএল থাকায় শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে রাজি হয়ে যায় বিসিবি।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড