• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেমন ছিল ইংল্যান্ড বিশ্বকাপ? জেনে নিন খুঁটিনাটি

  ক্রীড়া ডেস্ক

১৫ জুলাই ২০১৯, ১০:৫৯
ক্রিকেট বিশ্বকাপ ট্রফি (ছবি : সংগৃহীত)
ক্রিকেট বিশ্বকাপ ট্রফি (ছবি : সংগৃহীত)

নতুন চ্যাম্পিয়ন পেল বিশ্বকাপ। সেই সঙ্গে পর্দা নামল আইসিসি বিশ্বকাপের ১২তম আসরের। রবিবার (১৪ জুলাই) ক্রিকেটের মক্কা লর্ডসে ফাইনাল ম্যাচে সুপার ওভারের নাটকীয়তায় নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড।

এর আগে ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ সালের বিশ্বকাপে ফাইনালে উঠলেও ইংল্যান্ডকে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। অন্যদিকে, নিউজিল্যান্ড দুইবার ফাইনালে উঠে দুইবারই রানার্স আপ হলো।

১০ দেশের সেরা ১৫ জন চূড়ান্ত ক্রিকেটার বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। এবং ১৫০ ক্রিকেটার মাঠ মাতিয়েছেন ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ। এই আসরে মধ্য দিয়ে কারও ক্যারিয়ার শুরু আবার কারও ক্যারিয়ার শেষ হয়েছে। শেষ হওয়া দ্বাদশ আসরে কোন দল কেমন খলেছে বা কার ব্যক্তিগত অর্জন সবচেয়ে বেশি আরও অনেক কিছু। পাঠক আসুন, একনজরে দেখে নিই ইংল্যান্ড বিশ্বকাপ শেষে খুঁটিনাটি-

ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ রোহিত শর্মা (ভারত) ৯ ম্যাচে ৬৪৮ রান।

ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ১০ ম্যাচে ২৭ উইকেট

দলীয় সর্বোচ্চ সংগ্রহ বিশ্বকাপের ২৪তম ম্যাচ ইংল্যান্ড (৩৯৭/৬)

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ১৪৭ বলে ১৬৬ রান বিশ্বকাপের ২৬তম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে।

সেরা বোলিং ফিগার শাহিন শাহ (পাকিস্তান) ৩৫ রানে ৬ উইকেট (প্রতিপক্ষ বাংলাদেশ)

সবচেয়ে বড় জয় (উইকেট) নিউজিল্যান্ড বিশ্বকাপের তৃতীয় ম্যাচ ১০ উইকেটের বড় জয় কিউইদের (প্রতিপক্ষ শ্রীলঙ্কা)

সবচেয়ে বেশি সেঞ্চুরি রোহিত শর্মা (ভারত) ৯ ম্যাচে ৫ সেঞ্চুরি

সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব রান সাকিব আল হাসান (বাংলাদেশ) ৮ ম্যাচে ৭ বার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন সাকিব

সর্বোচ্চ ব্যাটিং গড় সাকিব আল হাসান (বাংলাদেশ) ৮ ইনিংসে ৮৬.৫৭

ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কা ইউইন মরগান (ইংল্যান্ড) ১১ ম্যাচে ২২টি

সবচেয়ে বেশি পাঁচ উইকেট মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৭৫ রানে ৫ উইকেট ভারতের বিপক্ষে ১০ ওভারে ৫৯ রানে ৫ উইকেট

এক ইনিংসে সর্বোচ্চ জুটি ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা (অস্ট্রেলিয়া) ১৪১ বলে ১৯২ রানের জুটি (প্রতিপক্ষ বাংলাদেশ)

সবচেয়ে বেশি ডিসমিসাল টম লাথাম (নিউজিল্যান্ড ) ২১টি

সর্বোচ্চ ক্যাচ জো রুট (ইংল্যান্ড) ১১ ইনিংসে ১৩টি

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড