• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপে সর্বোচ্চ গড় সাকিবের

  ক্রীড়া ডেস্ক

১৫ জুলাই ২০১৯, ০৪:৩৩
সাকিব আল হাসান
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (ছবি: সংগৃহীত)

যোগ্য দাবিদার হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এ বিশ্বকাপকে অনেকেই মনে রাখবে সাকিবের বিশ্বকাপ হিসেবে। ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করা সাকিব এ বিশ্বকাপের রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন তিন নাম্বারে। এছাড়া বিশ্বকাপে তিনি সর্বোচ্চ গড়ে রান সংগ্রহ করেছেন।

বিশ্বকাপে ক্যারিয়ার সেরা ফর্মে ছিলেন সাকিব। ৮ ম্যাচে ব্যাটিং করে তিনি সংগ্রহ করেছেন ৬০৬ রান। ৮৬.৫৭ গড়ে এ রান সংগ্রহ করেন তিনি যা বিশ্বকাপে সর্বোচ্চ রান তোলার গড়। দ্বিতীয় স্থানে থাকা কিউই অধিনায়ক উইলিয়ামসনের গড় ৮২.৫৭।এছাড়া তৃতীয় সর্বোচ্চ গড় রোহিত শর্মার। তিনি ৮১ গড় রান তুলেছেন।

সাকিব ৮ ম্যাচে দুইটি শতক ও পাঁচটি অর্ধশতক হাঁকান। বিশ্বকাপে এক ইনিংসে তার সর্বনিন্ম রান ৪১। ৮ ইনিংসে ব্যাট করে এক ইনিংসে অপরাজিত ছিলেন তিনি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড