• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

গাপটিলকে ফিরিয়ে দিলেন ক্রিস ওকস

  ক্রীড়া ডেস্ক

১৪ জুলাই ২০১৯, ১৬:৩৭
ক্রিস ওকস
গাপটিলকে আউট করেছেন ওকস (ছবি : সংগৃহীত)

গত বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক মার্টিন গাপটিল এবার ব্যর্থ হলেন পুরোপুরি। নিজেদের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করলেও আর কোনো ম্যাচে ৩০ রানের কোঠা পার করতে পারেননি। লর্ডসে বিশ্বকাপ ফাইনালেও গাপটিল বিদায় নেন ১৯ রানে।

শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় কিউই শিবির। ইংলিশ পেসারদের ভালো মতোই সামাল দিতে থাকেন গাপটিল ও নিকোলস। আগের ম্যাচে ধোনিকে রানআউট করে দলকে ফাইনালে তোলেন গাপটিল। মানসিকতায় তাই একটু অন্যরকম মনে হচ্ছিল এ ডানহাতি ওপেনারকে।

মেলনবোর্নের মতো লর্ডসেও ব্যথ হলেন গাপটিল। সপ্তম ওভারের দ্বিতীয় বলে প্যাভিয়লিয়নে ফিরে যান গাপটিল। ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউও নষ্ট করে বিপদে ফেলে যান দলকে। ২৯ রানে ওপেনিং জুটি ভেঙে যায় কিউইদের।

এ বিশ্বকাপে লিগ পর্বে চতুর্থ দল ছিল নিউজিল্যান্ড। অপরদিকে, ইংল্যান্ড সেমিফাইনালে ওঠে তিন নম্বরে থেকে। দুই দলই বিদায় করেছে শীর্ষে থাকা ভারত ও অস্ট্রেলিয়াকে। দুই দলের সামনে প্রথমবারের মতো শিরোপা জেতার স্বপ্ন। কিউইরা এ নিয়ে দ্বিতীয়বার ফাইনাল খেলছে। অপরদিকে, বিশ্বকাপ ইতিহাসে এটি চতুর্থ ফাইনাল ইংলিশদের।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড