• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেমিফাইনালে হার : দেশে ফিরতে পারছে না কোহলিরা

  ক্রীড়া ডেস্ক

১২ জুলাই ২০১৯, ১৭:৪১
টিম ইন্ডিয়া
ভারতীয় ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে মিশন শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার। বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেলেও দেশে ফিরতে পারছে না বিরাট কোহলিরা। ফাইনাল খেলতে না পারলেও ফাইনাল পর্যন্তই থাকতে হচ্ছে ভারতীয় দলকে। সমস্যা বিমানের টিকিট।

গত ৯-১০ জুলাই (রিজার্ভ ডেসহ) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে সেমিফাইনালের স্বপ্ন ভাঙে দুইবারের চ্যাম্পিয়নদের। হারের পর আর বিশ্বকাপের ভেন্যুতে অবস্থান করাও তো বিরক্তির। সেখানে ফাইনাল ম্যাচ পর্যন্ত দীর্ঘ পাঁচদিন তো মহাবিরক্তির!

এই মহাবিরক্তির অনুভূতি নিয়েই ব্যাগ গুছিয়ে থাকতে হচ্ছে কোহলি-রোহিতদের। ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট ব্যবস্থা করতে পারেনি দেশে ফেরার টিকিট।

এ নিয়ে দেশটির গণমাধ্যম বলছে, ফাইনালের আগে টিকিট না মিললেও ফাইনালের পরের টিকিটের ব্যবস্থা করেছে ম্যানেজমেন্ট। তবে একসঙ্গে গোটা দলের টিকিট হয়নি। দেশে ফিরতে হবে কয়েক ভাগে।

এছাড়া দলের অনেকে দেশে ফিরলেও থেকে যাবেন কয়েকজন। বিশ্বকাপের পর ১৫ দিন ছুটি দিয়ে দেয়া হয়েছে খেলোয়াড় ও কোচিং স্টাফদের। এই সময়ে কেউ কেউ ইংল্যান্ড বা ইউরোপের বিভিন্ন দেশে ঘুরতে যাবেন বলেও জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড