• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যর্থতার হ্যাটট্রিক কোহলির

  ক্রীড়া ডেস্ক

১০ জুলাই ২০১৯, ২১:০৩
কোহলি
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ম্যাচে মাত্র ১ রানে বোল্টের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এর আগে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপেও ব্যর্থ হয়েছেন বিশ্বসেরা এ ব্যাটসম্যান।

২০১১ বিশ্বকাপে ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতে নেয় ভারত। সেবার সেমিফাইনালে তারা পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। তবে দল জিতলেও ম্যাচে ব্যর্থ হন ভারতীয় ব্যাটসম্যান কোহলি। মোহলিতে অনুষ্ঠিত সে ম্যাচে কোহলি আউট হন মাত্র ৯ রান করে।

২০১৫ সালে বিতর্কিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠে ভারত। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয় তারা। সে ম্যাচে কোহলি করেছিলেন ১ রান। ২০১৯ বিশ্বকাপে আজকের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও ব্যর্থ হন তিনি। কোহলি এ ম্যাচে করেন ১ রান। টানা তিন বিশ্বকাপে দুই অংক ছুঁতে ব্যর্থ হয়ে ব্যর্থতার হ্যাটট্রিক করলেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নাম্বার ব্যাটসম্যান।

তিন বিশ্বকাপের সেমিতে কোহলির মোট রান ১১, ব্যাটিং গড় ৩.৬৭। শুধু সেমিতেই নয়, নকআউটেও ব্যর্থ তিনি। বিশ্বকাপের নকআউট পর্বে ছয় ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র ৭৩ রান।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড