• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ভারত-নিউজিল্যান্ড বৃষ্টিবিঘ্নিত সেমির বাকি অংশ আজ

  ক্রীড়া ডেস্ক

১০ জুলাই ২০১৯, ০৯:০৪
বৃষ্টির বাগড়ায় ম্যাচ বন্ধ হওয়ার সময় ব্যাট করছিলেন রস টেইলর (৬৭*) রানে (ছবি : সংগৃহীত)
বৃষ্টির বাগড়ায় ম্যাচ বন্ধ হওয়ার সময় ব্যাট করছিলেন রস টেইলর (৬৭*) রানে (ছবি : সংগৃহীত)

খেলা শেষ হওয়ার ঠিক চার ওভার বাকি থাকতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়েছিল। খারাপ আবহাওয়ায় তারপর আর ম্যাচ শুরু করা গেল না। মাঠ পরিদর্শন করে ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন ম্যাচ অফিসিয়ালরা। রিজার্ভ ডে থাকায় ম্যাচের বাকি অংশ হবে বুধবার (১০ জুলাই) একই ভেন্যুতে।

খেলা বন্ধ হওয়ার সময়ে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ২১১ রান তুলেছিল। ৪৬.১ ওভার ব্যাট করেছিল তারা। আজ তাদের ইনিংসের বাকি ২৩ বল থেকেই খেলা শুরু হবে। বৃষ্টির বাগড়ায় ম্যাচ বন্ধ হওয়ার সময় ব্যাট করছিলেন রস টেইলর (৬৭*) ও টম লাথাম (৩*)। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের দ্বাদশ আসরে গ্রুপ পর্বে বেশ কয়েকবার বৃষ্টিতে পণ্ড হয়েছে ম্যাচ। রাউন্ড রবিন লিগের ওই ম্যাচগুলোতে পয়েন্ট ভাগাভাগি করেছে দলগুলো। মঙ্গলবার (৯ জুলাই) প্রথম সেমি-ফাইনালেও বৃষ্টি বাগড়া দিল। তবে রাউন্ড রবিন লিগের ওই ম্যাচগুলোর মতো ভারত ও নিউজিল্যান্ডকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়নি। খেলা বাতিল হলেও রিজার্ভ ডে আছে। যেখানে খেলা শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে।

আজ রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয় তবে রাউন্ড রবিনের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল ওঠে যাবে ফাইনালে (পয়েন্টে এগিয়ে ভারত)। কিংবা ভারতকে যদি ৪৬ ওভার ব্যাট করতে হয় তবে কোহলিদের সামনে লক্ষ্য হবে ২৩৭ রান। ২০ ওভার হলে ভারতের লক্ষ্য হবে ১৪৮। ২৫ ওভার হলে ১৭৫ বা ৩০ ওভার হলে ১৯২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে হবে ভারতকে।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুতেই ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় কিউইরা। ১৪ বল খেলে ১ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এরপর দ্বিতীয় ও তৃতীয় উইকেটে দুটি ভালো জুটি পায় গেল বারের রানার্স-আপরা। হেনরি নিকোলসকে নিয়ে ৮৯ বলে ৬৮ রানের জুটি গড়ার পর অধিনায়ক কেন উইলিয়ামসন ১০২ বলে ৬৫ রান যোগ করেন অভিজ্ঞ টেইলরের সঙ্গে। নিকোলস করেন ২৮ রান।

ছয়টি চারের সাহায্যে উইলিয়ামসন তুলে নেন আসরে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি (৯৫ বলে ৬৭ রান)। মারকুটে জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম কেউই স্কোর বোর্ডে ঝড় তুলতে পারেনি; নিশাম ১৮ বলে ১২ রান করে শিকার হন হার্দিক পান্ডিয়ার। ডি গ্র্যান্ডহোমের ১০ বলে ১৬ রানের সম্ভাবনাময় ইনিংসের ইতি টানেন ভুবনেশ্বর।

টেইলর এরপর লড়ে গেছেন। জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোমরা যদিও টেইলরকে খুব বেশি সময় সঙ্গ দিতে পারেননি। চাহালকে ছক্কায় উড়িয়ে ৭৩ বলে ফিফটি করা টেইলর রান বাড়ানোর চেষ্টা করছিলেন। এরপরই নামে বৃষ্টি।

ভারত একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, এম এস ধোনি, দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিশেল সাটনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড