• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপে ক্যাচ মিসের তালিকায় শীর্ষে পাকিস্তান, বাংলাদেশ কোথায়?

  ক্রীড়া ডেস্ক

২৬ জুন ২০১৯, ২১:২২
ক্যাচ মিস
ক্যাচ মিসের তালিকায় সপ্তম স্থানে বাংলাদেশ (ছবি : ক্রিকইনফো)

ক্রিকেটের খুব জনপ্রিয় একটি প্রবাদ ‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস’। ইতিহাসে এমন অনেক ঘটনাই ঘটেছে যেখানে ব্যাটসম্যান শূন্য রানে ক্যাচ ফেলার দরুন জীবন পেয়ে ম্যাচ জিতিয়েছেন। চলতি বিশ্বকাপেও রয়েছে ক্যাচ ফেলার একাধিক নজির। ক্যাচ ফেলার তালিকায় এক নম্বরে রয়েছে সরফরাজের পাকিস্তান। তালিকায় বাংলাদেশের নামটা অবশ্য শেষের দিকে। চলুন জেনে নিই এখন পর্যন্ত কোন দল কয়টি ক্যাচ মিস করেছে:

পাকিস্তান : সরফরাজের ফিটনেস নিয়ে কিছু দিন আগেই তীব্র কটাক্ষ করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। সরফরাজদের ফিটনেসের হতশ্রী চেহারা ফুটে উঠছে তাদের খেলাতেও। এখনও অবধি ১৪টি ক্যাচ ফেলে চলতি বিশ্বকাপে সবথেকে খারাপ ফিল্ডিং পারফরম্যান্সের নিদর্শন রেখেছেন তারা। ক্যাচ মিসের তালিকায় তাদের স্থান এক নম্বরে।

ইংল্যান্ড : দ্বাদশ বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড একের পর এক ম্যাচ হেরে বেশ চাপেই রয়েছে। আর এর পিছনে রয়েছে মূলত ক্যাচ মিস করার প্রবণতা। এখন পর্যন্ত মোট ১২টি ক্যাচ ফেলেছে স্বাগতিকরা। ইংলিশদের অবস্থান দ্বিতীয়।

নিউজিল্যান্ড : ক্যাচ মিসের তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে নিউচিল্যান্ড। চলতি বিশ্বকাপে তাদের পারফরম্যান্স এক কথায় সুপার। তবে ক্যাচ মিসের ক্ষেত্রে প্রথম দুই দল থেকে তারা খুব একটা পিছিয়ে নেই। এখনও পর্যন্ত মোট ৯টি ক্যাচের সুযোগ নষ্ট করেছে ব্ল্যাক ক্যাপসরা।

দক্ষিণ আফ্রিকা : বিশ্বকাপে চোকার্সদের এ বারের বিশ্বকাপ অভিযান শেষ। পর পর ম্যাচ হারার পিছনে দায়ী সেই ক্যাচের সুযোগ নষ্ট করা। সর্বমোট ৮টি ক্যাচ হাতছাড়া করেছে রোডস-গিবসদের দেশ। তালিকায় অবস্থান চতুর্থ।

উইন্ডিজ : একটা সময় ছিল ফিল্ডিংয়ের জন্য দুর্দান্ত ছিল ক্লাইভ লয়েডের দেশ। তবে চলতি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের ফিল্ডিং মোটেও ভাল হয়নি। সব মিলিয়ে প্রায় ৬টি ক্যাচ হাতছাড়া করেছেন জেসন হোল্ডাররা। ক্যাচ মিসের তালিকায় গেইল-রাসেলদের অবস্থান পাঁচে।

অস্ট্রেলিয়া : চলমান বিশ্বকাপের দল হিসাবে শেষ চারে পৌঁছনো অস্ট্রেলিয়ার গ্রাউন্ড ফিল্ডিংও কিন্তু আহামরি কিছু হয়নি। ৪টি মূল্যবান কাচের সুযোগ হাতছাড়া করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ : দ্বাদশ বিশ্বকাপে নতুন ভাবে ফিরে এসে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে সাকিব-তামিম-মুশফিকদের বাংলাদেশ। তবে টাইগাররাও এই বিশ্বকাপে ৪টি ক্যাচ ফেলেছেন। ক্যাস মিসের তালিকায় মাশরাফি বাহিনীর অবস্থান সপ্তম।

শ্রীলঙ্কা : বিশ্বকাপের শুরু থেকেই ধুঁকতে থাকা শ্রীলঙ্কার বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনা বেশ কম। এই দ্বীপরাষ্ট্রের ব্যর্থতার পিছনে অন্যতম কারণ হয়ে দাঁড়ায় ক্যাচ ফেলা। চলতি বিশ্বকাপে মোট ৩টি ক্যাচ ফেলেছে লঙ্কানরা। এ ছাড়াও মিস ফিল্ডিংয়ে রানও দিয়েছে অনেক।

আফগানিস্তান : দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া আফগানিস্তান ব্যাট বলে চমক দিলেও মোট ২টি ক্যাচ তারা হাতছাড়া করেছেন। তবে নবাগত দল হিসেবে অন্যান্য টিমের থেকে তাদের পরিসংখ্যান ভাল।

ভারত : ক্যাচ মিসের তালিকায় সবার নিচে ভারত। তারা এখন পর্যন্ত মাত্র একটি ক্যাচ মিস করেছে। শেষ চারের পথে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড