• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানের বিপক্ষে ২৪০ রানই যথেষ্ট ছিল : সাকিব

  ক্রীড়া ডেস্ক

২৫ জুন ২০১৯, ১৪:০৫
সাকিব আল হাসান
সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)

সাউদাম্পটনের উইকেট অনেক বেশি স্লো, তাই এই উইকেট থেকে রান তোলা সহজ ছিল না। আফগানদের বিপক্ষে সাত উইকেটে ২৬২ রান করে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। ধৈর্য্য ধরে ব্যাটিং করে এ কন্ডিশন বিবেচনায় অনেক ভালো সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা।

আফগানদের তিনজন ভালো মানের স্পিনার ছিল। তাদের বিপক্ষে ২৬০-এর মতো স্কোর গড়তে পেরে খুশি ছিলেন সাকিব। “আমরা ধরে নিয়েছি স্কোরবোর্ডে যে রান তুলেছি তা যথেষ্ট। এ উইকেট ৩০০-৩৫০ রানের নয়। আমাদের চিন্তাই ছিল পুরো ৫০ ওভার ব্যাট করা ও কমপক্ষে ২৪০ রান তোলা”।

আফগানদের টস জিতে ব্যাটিংয়ের পরিবর্তে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তেও অবাক হয়েছেন সাকিব। সাকিবেকে জিজ্ঞেস করা হয়েছিল, টস জিতে আফগানদের ব্যাটিংয়ের সিদ্ধান্তকে কীভাবে দেখছেন। উত্তরে সাকিব বলেন,“আমি কিছুটা অবাক হয়েছি তাদের আগে ফিল্ডিং করতে দেখে। যেহেতু এ উইকেটে আগে খেলা হয়েছে। সেখানে আগে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং বেছে নেওয়াটা কিছুটা অবাক করার মতোই”।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড