• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

‘বাংলাদেশকে বিশ্বকাপের স্পিরিট অ্যাওয়ার্ড দেয়া উচিৎ’

  ক্রীড়া ডেস্ক

২১ জুন ২০১৯, ০১:৩২
ক্রিকেট বিশ্বকাপ ট্রফি
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে। বিশ্বকাপে বাংলাদেশ ছয় ম্যাচে দুই জয় পেলেও খেলেছে দুর্দান্ত। প্রতিটা ম্যাচেই শেষ পর্যন্ত লড়ে গেছে তারা। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। তাই নিজেদের পরাজয়টা দেখতে হয়েছে ড্রেসিংরুমে বসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকেও বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। টাইগারদের এমন পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন আমলা। নিজের ফেসবুক পেজে সে মুগ্ধতাই প্রকাশ করেছেন তিনি।

বিশ্বকাপে নিজদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। শুধু ফলাফল দিয়ে এ ম্যাচ যাচাই করা যাবে না। অজিদের ৩৮১ রানের জবাবে মুশফিকের সেঞ্চুরিতে টাইগাররা করেছে ৩৩৩ রান। ম্যাচের অধিকাংশ সময়ই বাংলাদেশ এগিয়ে ছিল। হেরে গেলেও রানের পাহাড়ে চাপা না পড়ে বাংলাদেশ যেভাবে খেলেছে তা প্রশংসার দাবিদার। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা তার ফেসবুক পেজে তাই মাশরাফিদের ভাসিয়েছেন প্রশংসায়। তিনি লেখেন, 'ভাল খেলেছ বাংলাদেশ। তাদের বিশ্বকাপের ক্রিকেট স্পিরিট অ্যাওয়ার্ড দেয়া উচিৎ। শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অসমান্য প্রচেষ্টা ছিল তাদের।

ছয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ। সেমিফাইনালে যেতে হলে মাশরাফিদের বাকি সব ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের উপর।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড