• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দ্বিতীয় দ্রুততম আট হাজার রানের রেকর্ড আমলার

  ক্রীড়া ডেস্ক

১৯ জুন ২০১৯, ১৮:১০
হাশিম আমলা
আমলার আট হাজার রানের মাইলফলক (ছবি : সংগৃহীত)

ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম হিসেবে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন হাশিম আমলা। ১৭৬ ইনিংস খেলে তিনি এ রেকর্ড গড়েছেন। দ্রুততম আট হাজার রানের রেকর্ড বিরাট কোহলির। ভারতীয় অধিনায়ককে এজন্য খেলতে হয়েছে ১৭৫টি ইনিংস।

বিশ্বকাপে এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাইলফলক স্পর্শ করেছেন আমলা। তার সামনে দ্রুততম আট হাজার রানের রেকর্ডের হাতছানি ছিল। তবে টুর্নামেন্টের শুরুতে জ্বলে উঠতে পারেননি তিনি। প্রথম তিন ম্যাচে মাত্র ২৫ রান করেন তিনি। গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৪১ রান করেন। কিউইদের বিপক্ষে ষষ্ঠ ওভারে ১৩ রান করে আট হাজারি ক্লাবে প্রবেশ করলেন এ ডানহাতি।

আমলা দ্বিতীয় দ্রুততম আট হাজার রান পূরণ করায় তৃতীয় স্থানে নেমে গেছেন তার স্বদেশি ডি ভিলিয়ার্স। আট হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ডি ভিলিয়ার্সের লেগেছিল ১৮২টি ইনিংস। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড জ্যাক ক্যালিসের। ৩২৩ ম্যাচে ১১ হাজার ৫৫০ রান করেন তিনি। ২২৩ ম্যাচে ৯ হাজার ৪২৭ রান নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে ডি ভিলিয়ার্স। ২৪৮ ম্যাচে তৃতীয় স্থানে থাকা হারশেল গিবসের সংগ্রহ ৮ হাজার ৯৪ রান।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড