• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তান ক্রিকেট দলকে নিষিদ্ধের দাবিতে আদালতে রিট দাখিল

  ক্রীড়া ডেস্ক

১৯ জুন ২০১৯, ১৭:৫৪
পাকিস্তান ক্রিকেট টিম
পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ সমর্থকরা (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স হতাশাজনক। সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তারা হেরেছে শোচনীয়ভাবে। বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে সাত ম্যাচ খেলে সবকয়টিতে পরাজয় বরণ করেছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এমন হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ এক পাকিস্তানি সমর্থক নিজের দলকে নিষিদ্ধ করার দাবিতে আদালতে রিট দাখিল করেছেন।

বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান নবম। ইংল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স নেই তাদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে অলআউট হওয়ার পাশাপাশি ভারতের বিপক্ষে হেরেছে বৃষ্টি আইনে ৮৯ রানের বিশাল ব্যবধানে। অধিনায়ক সরফরাজসহ ক্রিকেটারদের সমালোচনায় নেমেছে পাকিস্তানি সাবেক ক্রিকেটারসহ দেশটির ভক্ত সমর্থকরা। নিজ দলের এমন হতাোজনক পারফরম্যান্সে এক ক্ষুব্ধ সমর্থক ঘটালেন অদ্ভুত এক ঘটনা। ভারতের কাছে হারের পর তিনি পাকিস্তান ক্রিকেট দলকে নিষিদ্ধের দাবি জানিয়ে আদালতে রিট দাখিল করেছেন। এ ছাড়া ইনজামাম-উল হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বিলুপ্তির আবেদনও রয়েছে দাখিলকৃত রিটে। পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা সিভিল কোর্টে ওই আবেদন দায়ের হয়েছে। তবে আবেদনকারীর নাম প্রকাশ করা হয়নি।

রিটের প্রেক্ষিতে গুজরানওয়ালা আদালতের বিচারক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের তলব করেছেন। এ ছাড়া জিয়ো নিউজের তথ্যমতে, আজ বুধবার লাহোরে পিসিবির বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠক থেকে টিম ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড