• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইসিসি বিশ্বকাপ ২০১৯

জয়ের পর স্টাম্প তুলতে চাইলেন সাকিব, আইসিসির বাধা! (ভিডিও)

  ক্রীড়া ডেস্ক

১৮ জুন ২০১৯, ১৮:৪৬
সাকিব আল হাসান
উইন্ডিজের বিপক্ষে ব্যাট করছেন সাকিব (ছবি: ক্রিকইনফো)

খেলার মাঠে প্রতিটি দলই জয়ের লক্ষ্যে প্রতিপক্ষের মুখোমুখি হয়। খেলা শেষে হয়তো কেউ সফল হয় কেউ ব্যর্থ। ক্রিকেট মাঠে জয় উদযাপনটা অন্য যে কোনো খেলার থেকে আলাদা হয়ে থাকে। জয় পাওয়ার পর বিজয় দলকে প্রায় দেখা যায় উইকেটের দুই পাশে থাকা স্টাম্পগুলো তুলে নিয়ে উল্লাস করতে। বাংলাদেশ দলের ক্রিকেটাদেরও এমন চিত্র প্রায় দেখা যায়।

গতকাল সোমবার টন্টনে বিশ্বকাপের ২৩তম ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। বাঁচা মরার লড়াইয়ে ক্যারিবীয়দের পাত্তাই দেয়নি টাইগাররা। প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ৩২২ রানের টার্গেট দেয় গেইল-হোপরা। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে সাকিব-লিটন-তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেট আর ৫১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্টিভ রোডসের শিষ্যরা।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ মঞ্চে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন সাকিব। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের পর উন্ডিজের বিপক্ষে খেলে ১২৪ রানের অপরাজিত ইনিংস। সেই সাথে বনে যান বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার (বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ পর্যন্ত)। চার ম্যাচে করেন ৩৮৪ রান। টানা দুই ম্যাচে নির্বাচিত হন ম্যাচ সেরা।

ইনিংসের ৪১.৩ ওভারে লিটন স্ট্রাইকে দাঁড়িয়ে চার হাকান, সাকিব তখন ননস্ট্রাইকে দাঁড়ানো। সিঙ্গেল নেয়ার লক্ষ্যে দুই ব্যাটসম্যান যখন প্রান্ত বদল করতে চাইছেন ততক্ষণে বল গিয়ে ঠেকে বান্ডারিতে। এতে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। জয়ের পর সাকিব চেয়েছিলেন স্ট্রাইকের স্টাম্প তুলে জয় উদযাপন করতে। হাত দিয়ে তা তোলার চেষ্টাও করেছিলেন সকাবি। হঠাৎ কী ভেবে যেন স্টাম্প ছেড়ে দিয়ে লিটনের সাথে কোলাকুলি করেন।

ম্যাচ শেষে সাকিব যখন সংবাদ সম্মেলনে আসেন। তখন বাংলাদেশের এক সাংবাদিক তাকে জিজ্ঞাস করে স্টাম্প তুলতে চেয়ে পরে আবার রেখে দিলেন? সাকিব মুখে এক রাশ হাসি নিয়ে উত্তর দেন, ‌‘ওই যে এখন জিম্ম... (আবার হাসি) কি বলে লাইট-টাইট জ্বলে এগুলা দেয় না, সো নিয়ে লাভ নাই আসলে।’

মূলত চলমান বিশ্বকাপে ভরপুর প্রযুক্তিকে সঙ্গী করে মাঠে নেমেছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। উইকেটের দুই পাশে থাকা স্টাম্পগুলো আগের মতো কাঠের তৈরি নয়। ফাইবার দ্বারা তৈরিকৃত স্টাম্পগুলো এলইডি যুক্ত। যেখানে ছোঁয়া লাগলেই বাতি জ্বলে ওঠে। তাই আইসিসি নিয়ম করেছে স্টাম্প তোলা যাবে না নেওয়াও যাবে না।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড