• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এর চেয়ে গর্বের কিছু নেই : শিশির

  ক্রীড়া ডেস্ক

১৮ জুন ২০১৯, ০৪:৫৯
সাকিব-শিশির
সাকিব-শিশির (ছবি : ইন্টারনেট)

চলতি ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে উইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। এতে সেমি ফাইনালের আশা বাঁচিয়ে রাখল মাশরাফি বাহিনী। ঐতিহাসিক জয়ের পরপরই সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি জানিয়েছেন।

সোমবার (১৭ জুন) রাত ১১টা ৪৩ মিনিটে জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ‘আলহামদুলিল্লাহ এর চেয়ে গর্বের কিছু নেই! সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর।’

বাংলার সঙ্গে ইংরেজিতে তিনি লেখেন, ‘Alhamdulillah couldn’t be more proud! All praises to almighty Allah!!!’

মাঠে সাকিবের শতকের মুহূর্তে শিশির কেঁদে দেন। সাকিবপত্নীর ওই আবেগময় মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে।

শিশিরের এ স্ট্যাটাসে অসংখ্য মন্তব্য এসেছে। প্রত্যেকেই সাকিব ও বাংলাদেশ দলকে অভিনন্দন জানান। কেউ কেউ সাকিবের পাশাপাশি শিশিরেরও প্রশংসা করেছেন।

ফেসবুক ব্যবহারকারী রাইসুল ইসলাম রাজু শিশিরের স্ট্যাটাসের মন্তব্যে লেখেন, ‘ভাবী আপনার তুলনা হয় না।’

কণ্ঠশিল্পী লোপা হোসাইন মন্তব্য করেন, ‘অনেক অনেক অভিনন্দন, দোয়া আর ভালোবাসা।’

সাকিব-শিশিরের ছবি যক্তি করে অনির্বাণ শুভ লিখেন, ‘ভালোবাসা সবসময় প্রিয় তারকা জুটি। সবসময় এই ফ্রেমটা এমন সুন্দর থাকুক।’

ফারজানা সুলতানা লেখেন, ‘আমরা গর্বিত, আমাদের একজন সাকিব আছে।’

মাহি জুয়েল বলেন, ‘ধন্যবাদ ভাবী, এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য।’

এআর আরিস মন্তব্য করেন, ‘ভালোবাসি সাকিবকে, সে সব সময় রাজা।’

নাফিউল ইসলাম সাকিব-শিশির দম্পতির পারিবারিক ভালোবাসা টেনে মজার ছলে বলেন, ‘বাংলাদেশের জান সাকিব আল হাসান...। আর সাকিব আল হাসানের জান, উম্মে (শিশির) ও আলাইনা।’

নাহিদ খান বলেছেন, ‘আপনি প্রতি ম্যাচই মাঠে বসে দেখুন; আর সাকিব ভাইও এভাবেই আমাদের জিতিয়ে দিক, ভালোবাসা অবিরাম।’

নাজমুল হক শামিম বলেন, ‘প্রত্যেক মানুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে ভাবী।’

মাশরাফির ও সাকিবের একটি ছবি দিয়ে হাসান মামুন মন্তব্য করেন, ‘আমি মনে-প্রাণে গর্বিত! কাপ্তানদ্বয় দেশের অহংকার অক্ষুণ্ণ রেখেছেন, এর চেয়ে বেশি দেশের জন্য দেশ সেবকরাও (রাজনীতিবিদ) দিতে পারবে না!’

প্রসঙ্গত, সোমবার (১৭ জুন) ইংল্যান্ডের টন্টনে সাকিব আল হাসান জ্বলে উঠলেন। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তিনি। সঙ্গে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের নৈপুণ্যে উইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। সাকিবের সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছেন লিটন কুমার দাস। খেলেছেন ৬৯ বলে ৯৪ রানের ইনিংস। এর আগে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে ৩ উইকেট হারিয়ে হাতে ৭ উইকেট রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল সবুজের দেশ।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড