• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

 বহু রেকর্ড চুরমার

  ক্রীড়া ডেস্ক

১৮ জুন ২০১৯, ০৩:৪৭
সাকিব আল হাসান
সেঞ্চুরি হাঁকানোর পথে সাকিবের একটি শট (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপের শুরু থেকে দারুণ ছন্দে রয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেটের সর্বোচ্চ এ আসরে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপের প্রতিম্যাচেই গড়ছেন নতুন নতুন রেকর্ড। যেন হয়ে গেছেন রেকর্ড সাকিব। আজকে উইন্ডিজের বিপক্ষে হেসে-খেলে জেতা ম্যাচেও হয়েছে সাকিবের অসংখ্য রেকর্ড।

৫৯৭৭ রান নিয়ে খেলতে নেমেছিলেন আজকে। ব্যক্তিগত ২৩ রানে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬০০০ রান করার গৌরব অর্জন করেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এ মাইলফলক স্পর্শ করেছিলেন।

চলতি বিশ্বকাপে ২০০তম ওয়ানডে খেলা সাকিব বিশ্বের দ্রুততম অলরাউন্ডার হিসেবে ৬০০০ রান ও ২৫০ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন। এ মাইলফলক অর্জন করতে তিনি খেলেছেন ২০২টি ওয়ানডে। এর আগে রেকর্ডটির মালিক ছিলেন শহীদ আফ্রিদি, লেগেছিল ২৯৪ ইনিংস। জ্যাক ক্যালিসের লেগেছিল ২৯৬ ইনিংস, আর সনাথ জয়াসুরিয়ার লেগেছিল ৩০৪ ইনিংস।

বিশ্বকাপে দলের প্রথম চার ইনিংসে পঞ্চাশোর্ধ ইনিংস খেলা চতুর্থ খেলোয়াড় সাকিব। এর আগে ১৯৮৭ বিশ্বকাপে নভজ্যোৎ সিং সিধু, ১৯৯৬ বিশ্বকাপে শচীন টেন্ডুলকার ও ২০০৭ বিশ্বকাপে গ্রায়েম স্মিথ প্রথম চার ম্যাচেই পঞ্চাশের বেশি রান করেছিলেন।

এছাড়া সাকিব মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ভাগ করে নিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। দুইজনেই সমান দুইটি সেঞ্চুরি করেছেন।

মার্ক ওয়াহ, কুমার সাঙ্গাকারা, রাহুল দ্রাবিড়দের ও মাহমুদউল্লাহর সাথে সাকিব ভাগ বসিয়েছেন বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি করার রেকর্ডে। তবে বাকিদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডারের। পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পেলে বিশ্বকাপে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করার গৌরব অর্জন করবেন তিনি।

সাকিব আজকের সেঞ্চুরি করতে বল খরচ করেছেন ৮৩টি, যা বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্রুততম। আগের রেকর্ডটিও তার দখলেই ছিল, ইংল্যান্ডের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ৯৫ বলে।

মাত্র চার ম্যাচ খেলেই এক বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেলছেন সাকিব। মাহমুদউল্লাহর ৩৬৫ রান টপকে গেছেন তিনি। ৩৮৪ রান নিয়ে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের মালিকও তিনি।

সাকিব খেলতেই নামেন যেন রেকর্ড গড়ার জন্য। সাকিব আল হাসান থেকে হয়ে উঠেছেন সাকিব রেকর্ড হাসান।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড