• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ফিঞ্চকে টপকে ফের শীর্ষে সাকিব 

  ক্রীড়া ডেস্ক

১৭ জুন ২০১৯, ২২:১৫
সাকিব আল হাসান
সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে ফের শীর্ষে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে টপকে সবার উপরে উঠলেন তিনি।

টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে ফিঞ্চকে ছাড়িয়ে গেলেন সাকিব। ১৫ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে সবার উপরে উঠেছিলেন অজি ওপেনার। ফিঞ্চের ৩৪৩ রানকে ছাপিয়ে সাকিবের সংগ্রহ এখন ৩৪৭ প্লাস (এখনো উইন্ডিজের বিপক্ষে ব্যাট করছেন সাকিব)।

সাকিব ও ফিঞ্চের পর এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতীয় রোহিত শর্মার। তিনি আছেন ৩১৯ রানে। এছাড়া চার নম্বরে আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার; তিনি আছেন ২৮১ রানে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩২ ওভারে তিন উইকেট হারিয়ে ২২২ রান। সাকিব আছেন ৯৪ রানে আর লিটন ব্যাট করছেন ২৮ রানে।

উইন্ডিজের বিপক্ষে নতুন একটি মাইলফলকও স্পর্শ করেছেন। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই অলরাউন্ডার। প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছিলেন বন্ধু তামিম ইকবাল।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড