• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

উইন্ডিজের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন মাশরাফি

  ক্রীড়া প্রতিবেদক

১৬ জুন ২০১৯, ২১:৪৯
মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা (ছবি : সংগৃহীত)

টন্টনে নিজেদের পঞ্চম ম্যাচে সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ। ম্যাচটি হারলে সেমি-ফাইনালে যাওয়ার স্বপ্ন অনেকটাই শেষ হয়ে যাবে টাইগারদের। ম্যাচটি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কিন্তু ওই উইন্ডিজ আর বিশ্বকাপের উইন্ডিজের মধ্যে পার্থক্য আছে। বিশ্বকাপে ক্যারিবীয়রা তাদের প্রথম ম্যাচেই উড়িয়ে দেয় পাকিস্তানকে। গেইল, লুইস, রাসেল, হোল্ডারদের বিপক্ষে জয় পেতে হলে সেরা ক্রিকেটই খেলতে হবে মাশরাফিদের।

ম্যাশ বলেন, 'উইন্ডিজ দল যে কোনো ধরনের ক্ষতি করতে পারে। আমাদের সেরাটাই খেলতে হবে। আগের ৯ ম্যাচে ৭টা জিতেছি। এর মানে এই নয় যে আমরা এখানেও সহজেই জিতে যাব। বোলিংয়ে উইন্ডিজরা ভালো করছে; যদিও তাদের বোলাদের নিয়ে অভিজ্ঞতা রয়েছে আমাদের; তবুও তাদের সহজভাবে নেওয়ার সুযোগ নেই। যেহেতু নতুন একটা ম্যাচ এসব মাথায় রাখতে হবে।'

উইন্ডিজের ব্যাটসম্যানদের রান করতে না দিয়ে শুরুতেই উইকেট নিতে পারলে জয়ের পথটা সহজ হবে বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, 'প্রথমে আমাদের চেষ্টা থাকবে তাদের ব্যাটারদের রান না করতে দেওয়া এবং উইকেট নেওয়া। তাদের যে কোনো ব্যাটসম্যান বড় স্কোর করতে পারে সেহেতু আমাদের তা করতে দেওয়া যাবে না।'

গেল মাসে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ফাইনালে ক্যারিবীয়দের হারিয়ে শিরোপাও নিশ্চিত করে মাশরাফিরা। তবে বিশ্বকাপে দ্বিপাক্ষিক সিরিজের পারফরমেন্স কোনো কাজে আসবে না বলে মনে করেন টাইগার কাপ্তান।

'দ্বিপাক্ষিক সিরিজের পারফরমেন্স বিশ্বকাপে কোনো কাজে আসবে না। এই ধরনের টুর্নামেন্টে (বিশ্বকাপ) আপনি একেকদিন একেক দলের বিপক্ষে খেলছেন। ফলে, একই রকম মাইন সেটআপটা থাকে না। তাই এভাবেই চিন্তা করতে হবে।'

বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে চমক দেখিয়েছিল টাইগাররা। ফলে দ্বিতীয়, তৃতীয় ম্যাচেও উইনিং কম্বিনেশন ঠিক রেখে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সাফল্য ধরা দেয়নি। তাই উইন্ডিজের বিপক্ষে একাদশে পরিবর্তন আসতে পারে ইঙ্গিত দিয়েছেন মাশরাফি।

এই নিয়ে খোলাসা করে কিছু না বললেও ম্যাশ বলেন, 'আপনি যদি দেখেন মিরাজের ভালো করার সুযোগ বা অফ স্পিনারের ভালো করার সুযোগ আছে। ওদের প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজন বাঁহাতি। তো ওদের আক্রমণ করতে গেলে অফস্পিন অনেক গুরুত্বপূর্ণ। সাথে আমরা আরও কাউকে খেলাতে পারি কি না দেখছি। যেভাবে আমরা সফল হয়েছি ওটাতেই নজর দিচ্ছি আমরা।'

ম্যাচটি জয়ের ব্যাপারে দলের সবাই আত্মবিশ্বাসী কতটা? এমন প্রশ্নে নড়াইল এক্সপ্রেস বলেন, 'আমি বলব যে শারীরিক এবং মানুষিকভাবে সবার ফিট থাকার কথা। হয়তো ছোটখাটো সমস্যা তো থাকবে, এটা স্বাভাবিক। আশা করি সবাই ঠিক আছে। দলের প্রয়োজনে অনেক সময় ফিট না থাকলেও অনেকের খেলতে হয়। তবে আমি মনে করি সবাই তৈরি ম্যাচটির জন্য।'

বিশ্বকাপে ভালো করতে হলে দুই একজন ভালো করলে হয় না। দলগত পারফরমেন্সে ভালো কিছু করা যায় উল্লেখ করে মাশরাফি বলেন, 'আমি মনে করি বিশ্বকাপে ভালো করাটা একজন দুইজনের দায়িত্ব না। আবার যার খারাপ যাচ্ছে তাকেও এরকম চিন্তা করা উচিত না যে তার একারই দায়িত্ব বিশ্বকাপে সেরা জায়গায় নিয়ে যেতে হবে। এ রকম করে আসলে হয় না; আপনি যদি বিশ্বকাপজয়ী একটা দলের দিকে তাকান তবে দেখবেন ওই দলের সবাই কিন্তু একই রকম খেলতে পারে না। কম বেশি থাকবেই (পারফরমেন্স)। তবে যতদূর সম্ভব দলের ভালো হয় সেটি লক্ষ রাখা দরকার; এখন অধিনায়ক হিসেবে চেষ্টা করছি। সবাই ঠিক আছে। আশা করি, একটা জয় দলকে আরও বেশি উজ্জীবিত করবে।'

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড