• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাক-ভারত যুদ্ধের আগে ভারতীয় সাবেকদের সতর্কবার্তা

  ক্রীড়া ডেস্ক

১৬ জুন ২০১৯, ১৪:০৬
সৌরভ গাঙ্গুলী
ভারতকে সতর্ক করলেন সৌরভ গাঙ্গুলী (ছবি : সংগৃহীত)

পাকিস্তান বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি এই কথা ক্রিকেট সংশ্লিষ্টদের সবাই জানে। তাই ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর মত, ভুলেও যেন কোহলিরা আত্মবিশ্বাসে টইটুম্বুর না হয়। গাঙ্গুলীর ধারণা, অতিরিক্ত আত্মবিশ্বাসে গত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়েছিল টিম ইন্ডিয়া।

শচীন টেন্ডুলকারও অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে নিষেধ করেছেন টিম ইন্ডিয়াকে। সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনেরও একই মত। ১৯৯৯ বিশ্বকাপে ম্যানচেস্টারে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ভারতকে। ওয়াসিম-শোয়েবদের বিধ্বংসী বোলিংয়ের সামনে ২২৭ রান করেও জিতেছিল ভারত। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ করেন আজহার। তিনি বলেন, চাপটা ভারত যেন কোনো মতেই না নেয়। দুই দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনে মিলে ভারত এগিয়ে। তবে পাকিস্তানকে হালকাভাবে নেওয়া যাবে না। মানসিকভাবে ম্যাচে যারা এগিয়ে থাকে তারাই ম্যাচ জিতবে।

গাঙ্গুলীও মনে করেন দল হিসেবে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সহজ হবে না। তারা বরাবরের মতো আনপ্রেডিক্টেবল। তাদের বোলিং আক্রমণের মূল অস্ত্র মোহাম্মদ আমির। গত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আমিরই পার্থক্য গড়ে দিয়েছে।

এবারের বিশ্বকাপে পাকিস্তান দলে শুরুতে আমির ছিল না। পরে চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই পান বাঁহাতি পেসার। গত ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটিং একাই গুঁড়িয়ে দেন তিনি। সে ম্যাচে ওয়ানডেতে প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড