• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এখনই শেষ দেখতে চান না তামিম 

  ক্রীড়া ডেস্ক

১৬ জুন ২০১৯, ০১:৪০
তামিম ইকবাল
সেমিফাইনাল নিয়ে আশাবাদী তামিম ইকবাল (ছবি: সংগৃহীত)

টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতে টুর্নামেন্টে ফিরে আসতে চেয়েছিল। তবে বেরসিক বৃষ্টির কারণে ম্যাচ মাঠে না গড়ালে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। তাই অনেকেরই ধারণা বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা সেমিফাইনালের আগেই শেষ হবে। তবে দলের ওপেনার তামিম ইকবাল এখনই শেষ দেখছেন না, তিনি দলকে নিয়ে আশাবাদী।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ না হওয়ায় আফসোস রয়েছে তামিমের। তবে এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে দল ঘুরে দাঁড়াবে এমনটাই তার প্রত্যাশা। তিনি বলেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আমাদের জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। বৃষ্টির জন্য ওটা হয়নি। এখনো আমাদের পাঁচটা খেলা বাকি। এটা ঠিক যে আমাদের যত বেশি সম্ভব ম্যাচ জিততে হবে। তবে আমি এখনো সেভাবে ভাবতে চাই না। ম্যাচ ধরে ধরে চিন্তা করছি। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা জিততে চাই।'

সেমিফাইনালে যাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। বাকি ম্যাচগুলো জিতে তামিম সেমিফাইনালে যেতে চান। এখনই ফিনিশ লাইনটা না দেখা তামিম জানান, 'আমাদের আরো পাঁচটা খেলা বাকি আছে। বলতে পারেন প্রতি ম্যাচ নিয়েই ভাবছি। কারণ ব্যাক অব দ্য মাইন্ডে আমরা জানি এই ৫টার মধ্যে অধিকাংশই জিততে হবে যদি আমরা শেষ চারে যেতে চাই। আগেই যদি ফিনিশ লাইনটা দেখে নেই তাহলে আমার মনে হয় না এটা ভাল কোন আইডিয়া।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড