• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা

  ক্রীড়া ডেস্ক

১৬ জুন ২০১৯, ০১:১১
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
ডি কক ও হাশিম আমলা গড়ে তোলেন শতরানের জুটি (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি আইনে আফগানিস্তানকে নয় উইকেটের ব্যবধানে পরাজিত করেছে তারা।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা। দুই দফায় বৃষ্টি হলে দুই ওভার কমে ম্যাচ ৪৮ ওভারে নেমে আসে। দক্ষিণ আফ্রিকার বোলারদের তাণ্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। মাত্র ৩৪.১ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় তারা। ইমরান তাহির সর্বোচ্চ চার ও ক্রিস মরিস তিন উইকেট শিকার করেন।

সহজ জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কোন অঘটন ছাড়াই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ২৮.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় তারা। ১০৫ রানে ব্যক্তিগত ৬৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন কুইন্টন ডি কক।

টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা আফ্রিকার এটি প্রথম জয়। অন্যদিকে বিশ্বকাপের একমাত্র দল হিসেবে এখনও কোন জয়ের দেখা পায়নি আফগানিস্তান।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড