• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বৃষ্টি শুরু আবারও, ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হতে দেরি

  ক্রীড়া ডেস্ক

১৩ জুন ২০১৯, ১৫:৪১
ভারত-নিউজিল্যান্ড ম্যাচ
মাঠ খেলার উপযোগী করতে কাজ করছেন গ্রাউন্ড স্টাফরা (ছবি: সংগৃহীত)

ট্রেন্টব্রিজে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছে। ব্রিস্টলের মতো নটিংহামেও থেমে থেমে বৃষ্টি এসেছে কয়েত দফায়। সকাল দশটার সময় বৃষ্টি কমে গেলে একটা সম্ভাবনা তৈরি হয়। তবে বারবার বৃষ্টি আসে ও থেমে যায়। মাঠ পরিচর্যাকারীরাও ব্যস্ত হয়ে পড়েন একবার ত্রিপল দিয়ে পিচ ঢেকে রাখতে ও সরিয়ে নিতে।

স্থানীয় সময় সাড়ে ১০টায় পিচ পর্যবেক্ষণ করার কথা থাকলেও তা কয়েক দফায় পিছিয়ে আনা হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর দেড়টায় পর্যবেক্ষণে যাবেন দুই আম্পায়ার। এ ম্যাচে আম্পায়ার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। আবহাওয়ার তথ্য অনুযায়ী, গত তিন ধরে নটিংহামে বৃষ্টি হচ্ছে। আজকেও বৃষ্টির সম্ভাবনা ছিলো পূর্বাভাসে।

এ ম্যাচের আগে তিন ম্যাচ খেলে পুরো ছয় পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়েছে তারা। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচে চার পয়েন্ট পেয়েছে ভারত। এ ম্যাচটি তাই গুরুত্বপূণ দুই দলের জন্য। তবে ইংলিশ কন্ডিশনে দারুণ রেকর্ডের অধিকারী শিখর ধাওয়ানকে ছাড়াই মাঠে নামবে ভারত। চোটে পড়ে ৩-৫টি ম্যাচ খেলতে পারবেন না ধাওয়ান।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড