• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রবিন সিংয়ের রেকর্ড কেড়ে নিলেন মোহাম্মদ আমির

  ক্রীড়া ডেস্ক

১২ জুন ২০১৯, ২০:৪২
মোহাম্মদ আমিরের পাঁচ উইকেট
টন্টনে সেরা বোলিংয়ের রেকর্ড আমিরের ( ছবি :সংগৃহীত)

ইংল্যান্ডের সমারসেটের মাঠ টন্টন কাউন্টি মাঠ হিসেবে সুপরিচিত। আজ পর্যন্ত বিশ্বকাপ ছাড়া কোন ওয়ানডে ম্যাচ এ মাঠের জন্য বরাদ্দ হয়নি। ১৯৮৩ বিশ্বকাপে একটি, ১৯৯৯ বিশ্বকাপে দুটি ও এবারের আসরে তিনটি ম্যাচ বরাদ্দ হয়েছে এ মাঠের জন্য। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ শেষ টন্টনের।

এ মাঠে এখন পর্যন্ত পাঁচ উইকেট নিয়েছেন চারজন। সর্বপ্রথম এ রেকর্ড গড়েন ভিক্টর মার্কস। ১৯৮৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ ওভারে ৩৯ রানে ৫ উইকেট নেন তিনি। ১৯৯৯ বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়বার এ মাঠে পাঁচ উইকেট পান ভারতীয় পেসার রবিন সিং। ৩১ রানে ৫ উইকেট নেন তিনি। এতদিন পর্যন্ত এটাই ছিল এ মাঠের সেরা বোলিং পরিসংখ্যান।

এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে এ মাঠের সেরা বোলিং পারফরমার হলেন মোহাম্মদ আমির। অজিদের বিপক্ষে ১০ ওভারে ২ মেডেনসহ ৩০ রানে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। যা তাঁর ব্যক্তিগত ক্যারিয়ার সেরা বোলিং। এবারের আসরে এ ভেন্যুতে এর আ্গেও পাঁচ উইকেটের ঘটনা রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জেমস নেশাম ৩১ রানে ৫ উইকেট পান।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড