• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠাল কিউইরা

  ক্রীড়া ডেস্ক

০১ জুন ২০১৯, ১৫:১৮
ক্রিকেট বিশ্বকাপ-২০১৯
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আজ (১ জুন) মুখোমুখি হচ্ছে ১৯৯৬ বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও গেল আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া দুই দলের প্রথম ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নামবে লঙ্কানরা।

কার্ডিফে আজকের ম্যাচে নামার আগে দুই দল বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ে ৬ ম্যাচে জয় পায় লঙ্কানরা। বিপরীতে ৪ ম্যাচ জিতে ব্ল্যাক ক্যাপরা। আর ওডিআইতে দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ৯৮টি ম্যাচ। যেখানে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত ওশেনিয়ার দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ডের জয়ের সংখ্যা ৪৮টি। অপরদিকে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার জয় পায় ৪১ ম্যাচে। একটি ম্যাচ ড্র আর ৮টি পরিত্যক্ত হয়।

শ্রীলঙ্কা নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই টানা পরাজয়ের শিকার হয়। আর নিউজিল্যান্ড শেষ পাঁচ ম্যাচের প্রথম তিনটিতে টানা জয়ের পর চতুর্থ ম্যাচটিতে পরাজয়ের শিকার হয়। তবে শেষ ম্যাচে জয় তুলে নেয়। দুই দলের সমীকরণ করলে দেখা যায় পাঁচ ম্যাচের চারটিতেই লঙ্কানদের পরাজয় বিপরীতে ব্ল্যাক ক্যাপদের চারটিতেই জয়। বর্তমান বিবেচনায় শ্রীলঙ্কার থেকে বেশ এগিয়ে নিউজিল্যান্ড।

আইসিসির ওডিআই র‌্যাঙ্কিংয়ে নয় নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা। দলটির তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও মুত্তিয়া মুরালিরা দল ছাড়ার পর থেকেই যেন ধুঁকে ধুঁকে দিন কাটছে লঙ্কানদের। প্রতিপক্ষের কাছে বারবার নাজেহাল হতে হচ্ছে তাদের। বিশ্বকাপ পূর্ববর্তী দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে লঙ্কানরা। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই হেরেছে দলটি।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসেরা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমল।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিসেল স্যান্টনার, লুকি ফার্গুনসন, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড