• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুইবার প্রস্তাব পেয়েও শ্রীলঙ্কাকে 'না' বললেন জয়াবর্ধনে

  ক্রীড়া ডেস্ক

২৭ মে ২০১৯, ১৫:৪৩
মাহেলা জয়াবর্ধনে
মাহেলা জয়াবর্ধনে (ছবি : সংগৃহীত)

শ্রীলঙ্কার কিংবদন্তির ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হয়েছেন হিরো! সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন। তারপরই তাকে বিশ্বকাপে লঙ্কান টিমের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। কিন্তু, মাহেলা জয়াবর্ধনে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তাতেও হাল ছাড়েননি বোর্ড; বিশ্বকাপে দলের দায়িত্ব নেওয়ার জন্য সাবেক এই অধিনায়ককে পুনরায় প্রস্তাব দিলে একই কায়দায় প্রত্যাখ্যান করলেন তিনি!

দুইবার প্রস্তাব দিলেও তাদের নাকচ করে দিয়ে জয়াবর্ধনে বলেন, 'আমাকে বেশ কয়েকবার অনেক কমিটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি তাতে সাড়া দেইনি। আমার আরও অনেক কাজ রয়েছে। সব থেকে বড় কথা, আমি শ্রীলঙ্কার ক্রিকেট টিমে কী ধরনের কাজ করব, তা ঠিক বুঝতে পারিনি।'

অব্যবস্থাপনায় থাকা লঙ্কান ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করে তিন সাবেক ক্রিকেটার জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও অরবিন্দা ডি সিলভা বোর্ড সভাপতিকে একটি প্রস্তাব (ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজনো) দিয়েছিলেন। সেই প্রস্তাব আমলেই নেয়নি তারা। সেজন্যই জয়াবর্ধনে নারাজ বোর্ডের ওপর। ক্ষুব্ধ জয়াবর্ধনে বলেন, ‘আমরা আট মাস ধরে ওই প্রস্তাবটা তৈরি করেছিলাম। আমাদের প্রস্তাবকে তারা সরাসরি নাকচ করে দিয়েছিল। আমরা এটা করেছিলাম কারণ আমরা চাই না দেশের ক্রিকেটাররা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের লিগে চলে যাক। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ ক্রিকেটারদের দরকার। আমাদের ঘরোয়া ক্রিকেটের অনেক দলেরই গড় বয়স ২৫, এটা খুবই হতাশাজনক। আমাদের সময় সিনিয়র ক্রিকেটাররা গাইড করতেন। তাদের ছাড়া আমাদের ঘরোয়া ক্রিকেটের কাঠামো ভেঙে পড়বে। তখন স্টেডিয়াম বানিয়েও লাভ হবে না।’

আগামী ১ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে লঙ্কানদের।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড