• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে খাওয়াজা

  ক্রীড়া ডেস্ক

২৩ মে ২০১৯, ১৬:৩৮
খাওয়াজা
মাথায় আঘাত পাওয়ার পরে ওসমান খাওয়াজা (বাঁয়ে) (ছবি : সংগৃহীত)

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আনঅফিসিয়াল ওয়ানডে খেলছে অস্ট্রেলিয়া। ম্যাচটিতে ব্যাটিংয়ের সময় উইন্ডিজের আন্দ্রে রাসেলের বলে মাথায় আঘাত পান অজি ব্যাটসম্যান ওসমান খাওয়াজা। পরে সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ মে) সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এসময় রাসেলের বাউন্সারে পুল শট খেলার চেষ্টা করেছিলেন খাওয়াজা। বিপত্তি বাধে তখনই। রাসেলের ডেলিভারি আঘাত হানে খাওজার হেলমেটে। বলের গতি বেশি থাকায় চোয়ালে ব্যাথা পান এ ওপেনার।

হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় আঘাত গুরুতর নয়। আশঙ্কামুক্ত হওয়ার পর বিকালে অবশ্য তাকে মাঠে তাকে দেখা গিয়েছিল। তবে এর পরে আর মাঠে নামেননি তিনি।

খাওয়াজার আঘাত প্রসঙ্গে শন মার্শ বলেন, ‘এটা ভীতিকর ছিল। তার গালের হাড়ে গিয়ে বল লেগেছিল, ভালো খবর হচ্ছে সে সুস্থ আছে। সে দ্রুত ফিরবে।’

আঘাত নিয়ে খুব একটা ভাবছেন না খাওয়াজা নিজেও। শীঘ্রই মাঠে ফিরে আশার প্রত্যাশা করেছেন তিনি।

উইন্ডিজের বিপক্ষে ম্যাচটিতে অবশ্য ফলাফল অজিদের পক্ষেই আসে। লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভার হাতে রেখে ম্যাচটি জিতে যায় তারা। এ ম্যাচে শন মার্শের সঙ্গে ১০৬ রানের জুটি বেঁধে সর্বোচ্চ ৭৬ রান করেন স্টিভেন স্মিথ।

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড