• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

বাংলাদেশের বিপক্ষে হারায় উইন্ডিজের রিজার্ভ বেঞ্চে ব্রাভো-পোলার্ড!

  ক্রীড়া ডেস্ক

১৯ মে ২০১৯, ১৩:১৮
কিয়েরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো
কিয়েরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো (ছবি : সংগৃহীত)

বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড হয়তো বুঝতে পেরেছে বিশ্বকাপে ভালো করতে হলে দলকে আরও শক্তিশালী করতে হবে। তাই তো হঠাৎ করেই তারকা দুই উইন্ডিজ ব্যাটসম্যান কিয়েরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোকে ডেকে নেওয়া হয়েছে রিজার্ভ বেঞ্চের জন্য!

তবে রিজার্ভ বেঞ্চে রেখে দেওয়ার পেছনে কারণ উল্লেখ করে উইন্ডিজ ক্রিকেট বার্ডের প্রধান নির্বাচক রবার্ট হেইন্স এক বিবৃতিতে জানিয়েছেন, 'রিজার্ভ বেঞ্চে খেলোয়াড়দের রাখার কারণ হচ্ছে, আমরা নিশ্চিত হতে চাই পুরো দলকে কীভাবে ভারসাম্যে আনা যায়। যদি কাউকে বদলানোর দরকার পরে যাতে করে তাৎক্ষণিক পরিবর্তন করা সম্ভব হয়। মূলত প্লেয়ারদের ভাণ্ডারে ভারসাম্য রাখতেই এই রিজার্ভ বেঞ্চ।'

ইংল্যান্ডে বিশ্বকাপের মিশন শুরুর আগে উইন্ডিজরা আগামী ১৯ থেকে ২৩ মে পর্যন্ত ক্যাম্প করবে। যেখানে একটি আনঅফিসিয়াল প্রুস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা। এছাড়া ক্যাম্প শেষে বিশ্বকাপের প্রুস্তুতি স্বরূপ আগামী ২৬ মে দক্ষিণ আফ্রিকা ও ২৮ মে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আইসিসি অফিসিয়াল ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।

বিশ্বকাপের মূল পর্বে উইন্ডিজদের প্রথম ম্যাচ ৩১ মে, পাকিস্তানের বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজের দশ জনের রিজার্ভ বেঞ্চ:

সুনিল আম্ব্রিস, ডোয়াইন ব্রাভো, জন ক্যাম্পবেল, জনাথন কার্টার, রোস্টন চেজ, শেন ডাওরিচ, কিমো পল, খ্যারি পিয়েরে, রেইমন রেইফার ও কিয়েরন পোলার্ড। সূত্র : উইন্ডিজ ক্রিকেট

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড