• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জমির মূল্য না পেয়ে শরীরে প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ

  নাটোর প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৯, ১৪:২৯
তারেকুজ্জামান উজ্জ্বল
তারেকুজ্জামান উজ্জ্বলের শরীরে প্লেকার্ড ঝুলিয়ে অভিনব প্রতিবাদ (ছবি : দৈনিক অধিকার)

উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও অধিগ্রহণকৃত জমির মূল্য না পেয়ে নিজের শরীরে প্ল্যাকার্ড ঝুলিয়ে নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একাই প্রতিবাদ জানালেন তারেকুজ্জামান উজ্জ্বল নামে এক ব্যক্তি।

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর এলাকার ওই ব্যক্তিকে দুপুরে নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গলায় প্লকার্ড ঝুলিয়ে একাই প্রতিবাদ জানাতে দেখে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

এ সময় তারেকুজ্জামান উজ্জ্বল অভিযোগ করেন, লালপুর উপজেলা পরিষদ দপ্তর স্থাপনের সময় তার ৭৩ শতক জমি অধিগ্রহণ করে সরকার। ২০ শতক জমির মূল্য পরিশোধ করলেও বাকি ৫৩ শতক জমির মূল্য পরিশোধ করা হয়নি। বিষয়টি নিয়ে উজ্জ্বল উচ্চ আদালতে রিট করলে আদালত জমির মূল্য পরিশোধ অথবা জমি ফেরত দেওয়ার নির্দেশ দেন। উচ্চ আদালতের দুই দফা নির্দেশনার পরও তা অগ্রাহ্য করে ভূমি মন্ত্রণালয়সহ নাটোরের জেলা প্রশাসন।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ জানান, এই জমি অধিগ্রহণের কোনো বরাদ্দ ছিল না। কনটেম্পট অব কোর্টের নোটিশ প্রাপ্তির পর উচ্চ পর্যায়ে যোগাযোগ করে বরাদ্দ নেওয়া হয়েছে। অধিগ্রহণ প্রক্রিয়া শেষের দিকে। অল্পদিনের মধ্যে তিনি ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন।

তিনি জানান, মালিকানা সংক্রান্ত আইনগত জটিলতার কারণে ওই সময় উপজেলার বিভিন্ন স্থাপনা তৈরি করা হলেও অধিগ্রহণ করা যায়নি।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড