• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কালিয়াকৈরে বিএনপি অফিসসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ

  গাজীপুর প্রতিনিধি

১৯ অক্টোবর ২০১৯, ১৬:৩১
উপজেলা বিএনপির অফিসসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
উপজেলা বিএনপির অফিসসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির অফিসসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদসহ সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

এ দিকে উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিস ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, বিএনপির অফিস সরকারি জমিতে পড়েনি। এছাড়া বিনা নোটিশে বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।

সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফরুকী বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সারা দেশে সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। তার ধারাবাহিকতায় কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড