• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীতাকুণ্ডে ১ সপ্তাহে ১৮ ডেঙ্গু রোগী ভর্তি

  সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম

১৯ অক্টোবর ২০১৯, ১৪:৪৬
চট্টগ্রাম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে এক সপ্তাহের ব্যবধানে ১৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে ।

আক্রান্ত রোগীরা হচ্ছে শাহিন (৩২), নারগিস আকতার (৪০), তানজিন সাজ্জাদ( ২৯), মেহেদী হাসান(১৯), মিনহাজ উদ্দিন (১২),মাসুদা বেগম (৬০), রোকেয়া বেগম (১৮),শাহরিয়া (২১), আবদুল কাইয়ুম (২৩), কামরুল হাসান (৩৩), মাইন উদ্দিন (২৮), শরীফ (১৭), সামিয়া (৮), ফিরোজা বেগম (৪০), ডালিয়া আকতার (১৭), ফেরদৌস (২০)।

এ ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ওয়ার্ডে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। ডেঙ্গুর ব্যাপারে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। এরপরও কেন যে হঠাৎ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলো বুঝতে পারছি না। আমরা আরও ব্যাপক হারে কার্যক্রম চালাব।

এ বিষয়ে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালের অধ্যাপক ডা. মামুনুর রশিদ মামুন বলেন, ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পরিচর্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। এর আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড