• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগুনে নিঃস্ব শতাধিক দোকানি

  সারাদেশ ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ১০:৪১
আগুন
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আর্থিকভাবে ক্ষতি হয়েছে কাপড় ব্যবসায়িদের। শনিবার (১৯ অক্টোবর) ভোররাতে লাগা এই আগুনে নিঃস্ব হয়েছেন শতাধিক দোকানি।

জহুর হকার্স মার্কেটের ৪৫৫ নম্বর দোকানটির মালিক মো. আজিম বলেন, ২০ লাখ টাকা ঋণ নিয়ে দোকানে পণ্য তুলেছি। আগুনে সব শেষ।

শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য আড়াই হাজার গেঞ্জি স্ক্রিন প্রিন্ট করেছেন মো. ইয়াসিন। আগুনে সব পুড়ে ছাই। ইয়াসিন বলেন, ভোর চারটায় এসে দেখি সব শেষ। আজ গেঞ্জিগুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল। দোকানের ক্যাশে ছিল আড়াই লাখ টাকা। তাও পুড়ে ছাই।

হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন জানান, জালালাবাদ ও শাহজালাল মার্কেটের দোতলার ৭০টি দোকানের পণ্যসামগ্রী পুড়ে গেছে। এছাড়া জহুর মার্কেটের অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এসব দোকানে কম্বল, বেডশিট, আয়রন, অ্যামব্রয়ডারি, রেডিমেড গার্মেন্ট, শার্ট ছিল।

সকাল ৭টায়ও পুড়ছিল জালালাবাদ মার্কেটের হাজী এম হোসেন নামের দোকানটির দোতলা। দোকান মালিক মোহাম্মদ ইউসুফ বলেন, আমার ৩০ লাখ টাকার বেডশিট, দরজার পর্দা, লেপ তোশকের কাপড় পুড়ে গেছে। আগুন আমার সর্বনাশ করেছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, চুরি ও কৌতূহলী মানুষের ভিড় ঠেকাতে কাজ করছে পুলিশ।

ওডি/এসএইচএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড