• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিক পরিচয়ে মা ইলিশ নিধন, আটক ১০

  বরিশাল প্রতিনিধি

১৯ অক্টোবর ২০১৯, ০৯:১৫
সাংবাদিক
আটক সাংবাদিক পরিচয়ধারী (ছবি : দৈনিক অধিকার)

বরিশালের কীর্তনখোলা নদীতে মা ইলিশ নিধনের অভিযোগে ১০জন সাংবাদিক পরিচয়ধারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি ট্রলার, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফুল ইসলাম, সুব্রত দোসের সামনে আটককৃতদের হাজির করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতের কার্যক্রম চলছে।

সাংবাদিক পরিচয়ধারী আটককৃতরা হচ্ছেন- জহিরুল চৌধুরী, আরিফ হোসেন, মোর্শেদ আলী ইমন, হাসিব খলিফা, ইমরান, ঝন্টু, রানা, হাফিজুর রহমান, রুহুল আমিন ও আব্দুর রহমান।

বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, ক্রাইম রিপোর্টাস নামের টি-শার্ট পড়ে মা ইলিশ নিধন করে আসছিল ১০জন যুবক। শুক্রবার বিকালে বরিশালের দপদপিয়া এলাকার কীর্তনখোলা নদী সংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ড সাংবাদিক পরিচয়ধারী ১০জনকে আটক করে। অভিযান পরিচালনা করেন কোস্টগার্ডের জাহাজ বগুড়া এর এলএমএ আবিদুল ইসলাম।

তিনি আরও বলেন, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিচার চলছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড