• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘জেলেবেশে’ নদীতে উপজেলা চেয়ারম্যান

  সারাদেশ ডেস্ক

১৮ অক্টোবর ২০১৯, ১৮:৫৯
নদীতে উপজেলা চেয়ারম্যান
জেলেবেশে নদীতে উপজেলা চেয়ারম্যান ( ছবি : সংগৃহীত )

পিরোজপুরে সন্ধ্যা নদীতে মৎস্য অভিযানে যায় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা মৎস্য কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ২টার দিকে অভিযানকালে সন্ধ্যা নদীতে ‘জেলেবেশে’ আকস্মিকভাবে কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়াকে পাওয়া যায়।

জানা যায়, মৎস্য অভিযানে যান পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্তি পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেনের ইঞ্জিন ট্রলারটি উপজেলা চেয়ারম্যানের ট্রলারের কাছে পৌঁছার সঙ্গে সঙ্গেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান তিনি। উপজেলা চেয়ারম্যান মনু মিয়া এ সময় তার সাঙ্গপাঙ্গকে সঙ্গে নিয়ে নদীতে ভ্রাম্যমাণ আদালতের কোনো ম্যাজিস্ট্রেট কিংবা উপজেলা মৎস্য বিভাগের কাউকে কিছু না জানিয়ে নিজে নিজেই এভাবেই নেমে পড়েন মৎস্য অভিযানে।

এ সময় মৎস্য কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান মনুর কাছে জানতে চান, মৎস্য বিভাগ ও প্রশাসনের কাউকে না জানিয়ে তিনি কেন নদীতে নেমেছেন। এ সময় মনু চেয়ারম্যান মৎস্য কর্মকর্তাকে জানান, বিষয়টি পরে সমাধান করবেন তিনি।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মনু বলেন, কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফনি ভূষন পালকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তাই জেলে ও তার পিএস জাহিদুল ইসলাম রানাসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে নদীতে অভিযানে নেমেছেন তিনি।

অভিযানে থাকা জেলা মৎস্য কর্মকর্তা কয়েকজন সংবাদমাধ্যমকে জানান, অভিযানকালে চেয়ারম্যান মনুকে একজন পুরোদস্তুর জেলের বেশে কোমড়ে বাঁধা গামছা, লুঙ্গি এবং সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় দেখা যায়।

এ বিষয় চেয়ারম্যান মনু জানান, ইলিশ পাহারার জন্যই নিজের লোকদের নিয়ে এভাবে নদীতে নেমেছেন তিনি। এ সময় চেয়ারম্যানকে বহনকারী ট্রলারে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল থাকলেও ইলিশ পাওয়া যায় মাত্র ৩টি।

কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, টানা কয়েক দিন অভিযানে যাওয়ায় অনেকটা অসুস্থ হয়ে পড়ি, এ কারণে উপজেলা চেয়ারম্যানের ফোন ধরতে পারিনি। তবে তিনি এও বলেন, মৎস্য বিভাগ এবং প্রশাসন ছাড়া অবরোধ চলাকালীন সময়ে এভাবে কেউ নদীতে মৎস্য অভিযান পরিচালনা করতে পারেন না।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড