• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিমান যাত্রীর চার্জার লাইটের ভিতর ১৫ কেজি স্বর্ণ

  অধিকার ডেস্ক

১৮ অক্টোবর ২০১৯, ১৪:৩০
উদ্ধার করা স্বর্ণের বার
উদ্ধার করা স্বর্ণের বার (ছবি : সংগৃহীত)

চট্টগ্রামে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আটক ওই যাত্রীর নাম জয়নাল আবেদীন। তিনি আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে এসে নামেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার রিয়াদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ওই যাত্রী শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে তার লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার লাগেজে থাকা ৬টি চার্জার লাইটের ভিতর থেকে ১৩০টি স্বর্ণের বার (১৫ কেজি ১৬৩ গ্রাম) উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা।

ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

ওডি/এসএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড