• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেত্রকোণায় উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

  নেত্রকোণা প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৯, ১২:১৬
প্রতিদ্বন্দ্বী
নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী (ছবি : দৈনিক অধিকার)

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নেত্রকোণার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৫৩টি কেন্দ্রে নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

পরে ভোট গণনা শেষে রাতে ঘোষণা করা হয় ফলাফল। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী খায়রুল ইসলাম নৌকা প্রতীকে ২২ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) হুমায়ূন কবীর লিটন। তিনি ঘোড়া প্রতীকে ১৩ হাজার ২শ ৪১ ভোট পেয়েছেন এবং বিএনপি মনোনীত প্রার্থী তৌছিফুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে ১০ হাজার ৭শ ৭৫ ভোট পেয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মিজানুর রহমান খান নন্দন (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানিয়া নাজনীন চৌধুরী রেখা (প্রজাপতি) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে কথা হলে আটপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা এসব তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার সাতটি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৭৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫৪ হাজার ৭৭১ জন এবং ‍পুরুষ ভোটার ৫৪ হাজার ৫০৬ জন।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড