• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫৭০ কেজি ভারতীয় চা নিয়ে ধরা পড়ল চারজন

  লালমনিরহাট প্রতিনিধি

১৪ অক্টোবর ২০১৯, ১৭:৪০
আটক
ভারতীয় চা-সহ আটককৃতরা (ছবি : দৈনিক অধিকার)

৫৭০ কেজি ভারতীয় চা নিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চারজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃত চোরাকারবারিরা হলো- আব্দুল রফিকের ছেলে ইউসুফ আলী (২৫), ফয়েজ আলীর ছেলে আজগর আলী (২৬), নুর ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৪) ও মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. সুমন মিয়া (২৩)। তারা সবাই পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের পানবাড়ি গুচ্ছগ্রামের বাসিন্দা।

সোমবার (১৪ অক্টোবর) ভোররাতে উপজেলার দহগ্রাম সীমান্তবর্তী পানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার দহগ্রাম-পানবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় চায়ের চোরাচালান হচ্ছে এমন গোপন খবরে সোমবার ভোররাতে পানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৭০ কেজি ভারতীয় চা-সহ চারজন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে উদ্ধারকৃত চা-সহ ওই চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

আটকের সত্যতা স্বীকার করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত দৈনিক অধিকারকে জানান, সোমবার ভোররাতে গোপন খবরে অভিযান চালালে ৫৭০ কেজি ভারতীয় চা-সহ চারজন চোরাকারবারিকে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড