• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাহ্মণবাড়িয়ায় চলছে ভোটগ্রহণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৪ অক্টোবর ২০১৯, ১২:৩২
ভোটগ্রহণ
ইভিএম পদ্ধতিতে নবীনগরে চলছে ভোটগ্রহণ (ছবি : দৈনিক অধিকার)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভিএম পদ্ধতিতে নবীনগর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১২ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৫টা পর্যন্ত।

পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও নবীনগর উপজেলা নির্বাচন অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, নবীনগর পৌরসভায় মোট ৩৬ হাজার ৭৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৮২৪ জন। নারী ভোটার ১৭ হাজার ৯৪০ জন। প্রথমবারের মতো এই পৌরসভা নির্বাচনের সবগুলো কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৩ ও নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরও জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনে মোবাইল ট্র্যাকিং হিসেবে একজন জুডিশিয়াল ও তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড