• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোয়াখালীতে স্থগিত হওয়া উপজেলা নির্বাচনে চলছে ভোটগ্রহণ

  নোয়াখালী প্রতিনিধি

১৪ অক্টোবর ২০১৯, ১১:৫৩
নারী ভোটার
নোয়াখালীতে নির্বাচন কেন্দ্রে নারী ভোটারদের সারি (ছবি : দৈনিক অধিকার)

নোয়াখালী স্থগিত হওয়া কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ।

সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে বেড়েছে ভোটার উপস্থিতি। আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে যেসব ভোটার নিজেদের ভোট প্রদান করেছেন তারা এখন পর্যন্ত প্রতিবন্ধকতা ছাড়াই সহজে ভোট প্রদান করেছেন বলে জানান। পুরুষ ভোটার তুলনায় মহিলা ভোটার সংখ্যা কেন্দ্রে উপস্থিতি দেখা যাচ্ছে।

এ উপজেলা নির্বাচনে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখানে ১লক্ষ ৪৬ হাজার ২৩১ জন ভোটার রয়েছেন।

এ দিকে স্থগিত হওয়া কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী, ৩ ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে কামরুন নাহার শিউলি একরাম ও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আলাবক্স তাহের টিুট। দুইজনই জয়ের ব্যাপারে আশাবাদী।

নির্বাচন সুষ্ঠু ও অবাধের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ১ জন ম্যাজিস্ট্রেট ও ৩ জন নির্বাহী ম্যাজিট্রেটসহ পুলিশের স্টাইকিং পোর্স ১৬, বিজিবি ৮ প্লাটুন, র‌্যাবের ৬ টি স্ট্রাইকিং ফোর্সসহ পুলিশ ও আনসার সদস্য মোতয়েন রয়েছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড