• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রী নিয়ে উধাও শিক্ষক সীমান্তে আটক

  বগুড়া প্রতিনিধি

১২ অক্টোবর ২০১৯, ১৭:৪৩
ছাত্রী নিয়ে উধাও
প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রাম থেকে সপ্তম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হওয়া প্রাইভেট শিক্ষক উজ্জল কুমারকে হিলিতে আটক করেছে পুলিশ। নন্দীগ্রাম থানা পুলিশের একটি টিম হিলি সীমান্ত এলাকা থেকে শনিবার (১২ অক্টোবর) তাদের আটক করে।

গত ১০ অক্টোবর সকালে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও হয় হিন্দু প্রাইভেট শিক্ষক উজ্জল কুমার। উজ্জল বুড়ইল ইউনিয়নের দাসগ্রামের আশুতোষ চন্দ্র সরকারের ছেলে।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিষা গ্রামের মনসুর হোসেনের মেয়ে মুন্নি খাতুন (১৪) কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে লেখপড়া করে। গত ১০ই অক্টোবর সকালে ওই ছাত্রী কুন্দারহাটে হিন্দু প্রাইভেট শিক্ষক উজ্জল কুমারের কাছে পড়তে আসে। পরে ওই ছাত্রীকে নিয়ে অজানা ঠিকানায় উধাও হয়ে যায় উজ্জল। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ করে। এরপর পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারে অভিযানে নামে। তাদের অভিযানে শনিবার হিলি সীমান্ত এলাকায় ওই শিক্ষক-ছাত্রীকে পুলিশ আটক করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ তাদের উদ্ধারে অভিযানে নামে। শনিবার হিলি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়। নন্দীগ্রাম থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড