• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কক্সবাজারে ব্যবসায়ীকে পিটিয়ে ১১ লাখ টাকা ছিনতাই

  কক্সবাজার প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৯, ১৭:৫৩
কক্সবাজার
ছবি : প্রতীকী

কক্সবাজার সরকারি কলেজ গেটে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে পিটিয়ে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অন্য ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

জানা গেছে, কক্সবাজার বাস টার্মিনালস্থ বিসমিল্লাহ মোটর্সের (টমটম গাড়ির শো রুম) মালিক হয়রত আলী ও ম্যানেজার সরওয়ার লিংক রোড ইসলামী ব্যাংকে জমা দেওয়ার জন্য টমটম যোগে টার্মিনাল থেকে রওয়ানা দেন। পথে কক্সবাজার সরকারি কলেজ গেট এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা গতিরোধ করে তাদের পিটিয়ে ১১ লাখ টাকা ভর্তি প্যাকেট ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল করে পালিয়ে যায়।

প্রতিষ্ঠানটির কর্ণধার মো. হয়রত আলী ও ম্যানেজার মো. সরওয়ার বলেন, তারা ছিনতাইকারীদের চিনতে পারেননি। টাকা ভর্তি ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে বাস টার্মিনাল অভিমুখে চলে যায়। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, তিনি এ ধরনের কোনো খবর পাননি। ফেসবুক স্ট্যাটাস দেখে অবগত হয়েছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড