• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাহাদ হত্যার প্রতিবাদে বরিশাল বিএম কলেজে মোমবাতি প্রজ্বলন

  বরিশাল প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৯, ১০:৫৫
বরিশাল বিএম কলেজ
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। এর আগে মোমবাতি প্রজ্বলন করে তারা।

বুধবার (৯ অক্টোবর) রাতে কলেজের শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়।

সাধারণ শিক্ষার্থী ব্যানারে আয়োজিত এ কর্মসূচীতে কয়েকশ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে শিক্ষার্থীরা মশাল মিছিল বের হয়ে ক্যাম্পাসসহ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন কলেজের ছাত্র রেজাউল করীম, আল মামুন, মো. নজরুল ইসলাম, জিয়াউল ইসলাম, রণি খন্দকার, ফয়সাল ও লুৎফে নাহার ঐশি।

প্রসঙ্গত, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদকে রবিবার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করেছে পুলিশ।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড