• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোগলহাট নদী বন্দর পরিদর্শন করলেন ভুটান অ্যাম্বাসি

  লালমনিরহাট প্রতিনিধি

০৯ অক্টোবর ২০১৯, ২০:০৪
ভুটান অ্যাম্বাসি
ভুটান অ্যাম্বাসির কর্মকর্তাগণ (ছবি : দৈনিক অধিকার)

লালমনিরহাটের মোগলহাট নদী বন্দর পরিদর্শন করেছেন ভুটান অ্যাম্বাসির সিডি এ এ আই কিজাং ওয়াংচুক।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর (ট্রেড) মি. ডুমাঙ্গ। বাংলাদেশ থেকে সহজে পণ্য পরিবহনের জন্য মোগলহাট নদী বন্দরের সক্ষমতা ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেন তারা।

বুধবার (৯ অক্টোবর) সকালে পরিদর্শনের সময় বাংলাদেশের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবীব, উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফ, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম, মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় ভুটান রাষ্ট্রদূত জানান, ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুটান সফরে যান এবং চলতি বছর ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসলে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ১৬টি পণ্য আনা নেওয়ার ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নদী বেষ্টিত বন্দরগুলো পর্যবেক্ষণ করছেন তারা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড