• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাহাদ হত্যার বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ

  গাইবান্ধা প্রতিনিধি

০৯ অক্টোবর ২০১৯, ১৬:৪৩
গাইবান্ধা
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ কার্যালয়ের সামন থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে ১ নম্বর ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এ সময় বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার, ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহাবুব আলম মিলন, রাহেলা সিদ্দিকাসহ অন্যরা।

বক্তারা ফাহাদের হত্যায় জড়িত সন্ত্রাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই সন্ত্রাসীদের বিতাড়িত করতে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে ছাত্র সমাজের প্রতি আহবান জানান তারা।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড