• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন

  ঝিনাইদহ প্রতিনিধি

০৮ অক্টোবর ২০১৯, ১৯:১১
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
মানববন্ধনে সর্বস্তরের জনগণ (ছবি : দৈনিক অধিকার)

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও আসামিদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ারদার, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহিনুর লিটন, সাংস্কৃতিক কর্মী আব্দুস সালামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বুয়েট ক্যাম্পাসে আবাসিক হলে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় তারা বলেন, আর কত মার বুক খালি হলে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো নিরাপদ হবে। অভিভাবকরা সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পাঠায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে। কিন্তু আজ সেই সন্তানরা লাশ হয়ে ফিরছে মায়ের কোলে। তাই সরকারের কাছে দাবি যেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হল গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড