• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক পসলা বৃষ্টিতেই জনদুর্ভোগ চরমে

  মো. মজনু মিয়া, ভালুকা, ময়মনসিংহ

০৮ অক্টোবর ২০১৯, ১৮:৩৩
সড়ক
সংস্কারের অভাবে অল্প বৃষ্টিতেই সড়কটি কাদাপানিতে একাকার হয়ে গেছে (ছবি : দৈনিক অধিকার)

এক পসলা বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয় ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া-কাশরখানা-কাশর সড়কটি। বৃষ্টিতে খানাখন্দে ভরা পাকা সড়কটি দেখলে মনে হবে যেন এটি কোনো সড়ক নয়, বরং একসঙ্গে অনেকগুলো ছোট ছোট পুকুর। মাঝে মধ্যেই ঘটে যাওয়া ছোট-বড় দুর্ঘটনা এ সড়কটির নিত্যনৈমিত্তিক ব্যাপার।

প্রায় এক যুগ ধরে সংস্কার না হওয়ার ফলে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কটি দিয়ে চলাচলরত স্কুল, কলেজ, মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীসহ স্থানীয় জনসাধারণদের। তারপরও যেন সড়কটি দেখার কেউ নেই।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কাশর বাজারের দিকে যাওয়ার পথে জামিরদিয়া মাস্টারবাড়ি-কাশর রাস্তাটি প্রায় এক যুগ ধরে সংস্কার না করার ফলে ভালুকা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট কলেজ সামনের অংশে থেকে জামিরদিয়া আব্দুল গনি মাস্টার স্কুল এন্ড কলেজের অংশের সড়কটির পাকা অংশ উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দের। এ দিকে, জামিরদিয়া থেকে বাদশা টেক্সটাইল পর্যন্ত রাস্তার সমস্ত অংশেই ছোট-বড় অসংখ্য গর্ত। এছাড়া হাওয়ায় অয়েল বিডি লিমিটেড গেইট এলাকার ভাঙা রাস্তায় পানি জমে পরিণত হয়েছে অসংখ্য ছোট ছোট জলাশয়ে। এমনকি হাজী ইসমাইল হোসেন পাবলিক স্কুলের গেইট, কাশর বাজার চৌরাস্তা মোড় হতে দক্ষিণ দিকের টি এম টেক্সটাইলের সামনের রাস্তার মধ্যে ছোট-বড় অনেক গর্ত দেখা গেছে। অচিরেই এ দুর্ভোগ থেকে উত্তরণ পেতে চান যাত্রী সাধারণসহ স্থানীয় এলাকাবাসীরা।

স্থানীয়দের অভিযোগ, উল্লেখযোগ্য সংস্কার না করায় পথচলা মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তারা বলেন, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন শিল্প কারখানা এলাকা হিসেবে পরিচিত বলে এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যানবাহন হিসেবে ছোট-বড় ট্রাক, বাস, ভটভটি-নছিমন, অটোভ্যানসহ বিভিন্ন যান চলাচল করে। এতে করে রাস্তাগুলোর ভোগান্তি দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে।

স্থানীয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন জানান, প্রতি বছর ভালুকা উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা সংস্কারের কাজ চললেও ভালুকা উপজেলা হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া-কাশরের ব্যস্ততম রাস্তাটি সংস্কারের দিকে নজর নেই কর্তৃপক্ষের। বিশেষ করে কাশর চৌরাস্তার মোড়ের হাজী ইসমাইল হোসেন পাবলিক স্কুলের প্রধান গেইট, ‘টি এম টেক্সটাইলের’ সামনের রাস্তায় বড় বড় বিপদজনক খানাখন্দ হওয়ায় স্কুল-কলেজসহ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের যাতায়াত করতে প্রতিক্ষণই নানা বিড়ম্বনায় পড়তে হয়। এ সময় তিনি রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান।

ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া আব্দুল গনি মাস্টার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বলেন, ‘আমাদের প্রায় ১২শ ছাত্র-ছাত্রী রয়েছে যাদের অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছে না। এ কলেজে সামনে দীর্ঘদিন ধরে সড়কের পাকা অংশ উঠে গিয়ে ছোট-বড় বিপদজনক খানাখন্দের সৃষ্টি হয়েছে। চলাচলের জন্য এটাই প্রধান সড়ক হওয়ায় সামান্য বৃষ্টিতে জমে থাকা পানির ওপর দিয়ে যানবাহন চলাচলের সময় পানি-কাদা ছিটে পড়ে শিক্ষার্থীদের কাপড় নষ্ট হওয়াসহ বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়।’

এ ব্যাপারে ভালুকা উপজেলার প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড থেকে ছোট কাশর চৌরাস্তা হয়ে বড় কাশর পর্যন্ত সড়কের প্রশস্তকরণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ফলে শীঘ্রই এটির সংস্কার করা হবে বলেও জানান তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড